1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি সাংবাদিকদের পাশে জার্মানি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ আগস্ট ২০১৪

ঢাকার জার্মান দূতাবাস বাংলাদেশের সাংবাদিকদের অধিকার রক্ষায় এগিয়ে এসেছে৷ আর তারা এ জন্য একটি প্রকল্পে মানবাধিকার সংগঠন ‘আর্টিক্যাল ১৯’-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে৷ এ নিয়ে জার্মান দূতাবাসে একটি চুক্তি সই হয়েছে৷

Symbolbild Arbeiten in einer Zeitungsredaktion
প্রতীকী ছবিছবি: Alterfalter - Fotolia.com

এই প্রকল্পে জার্মানি ৫০ লাখ টাকার অর্থ সহায়তা দেবে, যা সাংবাদিকদের অধিকারকে আরো সমুন্নত করার কাজে ব্যয় হবে৷ ঢাকার জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফন ভাইয়ে এবং আর্টিক্যাল ১৯-এর আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান মঙ্গলবার ঐ চুক্তিতে সই করেন৷ এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের অধিকার আরো সমুন্নত হবে বলে চুক্তিসই অনুষ্ঠানে আশা করা হয়েছে৷

আর্টিক্যাল ১৯-এর আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান ডয়চে ভেলেকে জানান, সাত মাসের এই প্রকল্পে বাংলাদেশের সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হবে৷ সেখানে তাঁদের অধিকারের জন্য আইনি প্রশিক্ষণ যেমন থাকবে, তেমনি তাঁরা কীভাবে ঝুঁকি এড়িয়ে কাজ করতে পারেন – সে বিষয়েও প্রশিক্ষণ দেয়া হবে৷ তাহমিনা জানান, সাংবাদিকদের বাছাই করা হবে সারাদেশ থেকে৷ ঢাকার সাংবাদিকরা যেমন থাকবেন, তেমনি ঢাকার বাইরের সাংবাদিকরাও থাকবেন৷

তিনি বলেন, ‘‘বাংলাদেশে সাংবাদিকরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে এবং ঝুঁকি নিয়ে কাজ করেন৷ তাই তাঁদের তথ্য অধিকার, সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা এবং এই সংক্রান্ত আইন ও বিধি বিধানের ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা উচিত৷ একই সঙ্গে এ সংক্রান্ত আন্তর্জাতিক নীতি, আইন এবং বিধি সম্পর্কেও তাঁদের ধারণা থাকা দরকার৷ এ সব জানা থাকলে তাঁরা অনেকটাই ঝুঁকি এড়িয়ে কাজ করতে পারবেন৷ এছাড়া সাংবাদিকদের অধিকার, বিশেষ করে তথ্য সংক্রান্ত অধিকার সম্পর্কেও সম্যক ধারণা থাকতে হবে৷'' এই ধারণা তাঁকে তাঁর অধিকার সম্পর্কে সচেতন করবে বলে জানান তাহমিনা রহমান৷

তাহমিনা রহমান বলেন, ‘‘আমরা চাই সাংবাদিকরা ঝুঁকিমুক্ত পরিবেশে স্বাধীনভাবে সাংবাদিকতা করবেন৷ এই প্রকল্পের মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দিয়ে সেভাবেই তাঁদের প্রস্তুত করার চেষ্টা করা হবে৷'' শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে বলেও জানান তিনি৷

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘আর্টিক্যাল ১৯' বাংলাদেশে নারী সাংবাদিকদের জন্য এরই মধ্যে একাধিক প্রকল্প শুরু করেছে৷ সেসব প্রকল্পেও নারী সাংবাদিকদের অধিকার এবং তাঁদের নিরাপত্তা নিয়ে কাজ হচ্ছে৷

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান জার্মান সরকার এবং আর্টিক্যাল ১৯-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডয়চে ভেলেকে বলেন, ‘‘এতে প্রকারন্তরে বাংলাদেশের গণতন্ত্রই লাভবান হবে৷ কারণ সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত হলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হবে৷ তথ্যে নাগরিকদের প্রবেশাধিকার প্রতিষ্ঠিত হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ