1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিকদের ধর্মঘট

২৭ ফেব্রুয়ারি ২০১২

সাগর-রুনি দম্পতির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশের সাংবাদিকরা কালো ব্যাজ পরে এক ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করেছেন৷ দুই দিনের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে ১লা মার্চ অনশন কর্মসূচি পালন করবেন তাঁরা৷

All journalists in all media houses in Bangladesh have observed one hour strike protesting the double murder of former DW Editor Sagar Sarowar and his wife journalist Meherun Runi, who were brutally killed in their own house on 11 February 2012. But nobody has been arrested till now and no clue has been detected by the police. Bild: Harun Ur Rashid Swapan Aufnahmedatum: 27.02.2012
সাগর-রুনি দম্পতির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের এক ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালনছবি: Harun Ur Rashid Swapan

দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশের টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, বিদেশি সংবাদ মাধ্যম ও অনলাইনসহ সব ধরণের সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং কর্মীরা এক এক ঘন্টার প্রতীকী ধর্মঘট পালন করেন৷ বুকে কালো ব্যাজ বেঁধে তারা ওই সময় যে সেখানে ছিলেন সেখানেই কাজ বন্ধ করে দেন৷ সংবাদ মাধ্যমের বার্তা কক্ষ, সচিবালয়, স্টক এক্সচেঞ্জ, রাজনৈতিক দলের ব্রিফিংসহ যে যেখানে ছিলেন সেখানেই কাজ বন্ধ রাখেন৷ সাংবাদিক ও ফটো সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় ক্যামেরা আর কলম রেখে প্রতিবাদ জানান৷ তাদের একটিই দাবি, সাগর-রুনি সাংবাদিক দম্পতির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে৷

সাংবাদিকদের এক ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালনছবি: Harun Ur Rashid Swapan

সাংবাদিকরা অভিযোগ করেন, তদন্তের নামে পুলিশ সময় ক্ষেপণ করছে৷ প্রকৃত অপরাধীরা এতে পার পেয়ে যেতে পারে৷ সাংবাদিকরা জানান, শুধু সাগর-রুনি নয়, বাংলাদেশে কোন সাংবাদিক হত্যা বা নির্যাতনের বিচার হয়নি৷ এই অবস্থা আর চলতে দেয়া যায়না৷

এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল এবং ইটিভির বার্তা সম্পাদক মজুমদার জুয়েল ডয়চে ভেলেকে জানান, এই পরিস্থিতিতে এখন দেশের সব সাংবাদিকই নিরপত্তাহীনতায় ভুগছেন৷

একই কথা কথা বলেন মাছরাঙা টিভি'র বার্তা প্রধান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলমগীর৷

প্রেস ক্লাবের সামনে সাংবাদিক মহলের নেতারা বলেন, ২দিনের মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার করা না হলে ১লা মার্চ অনশন কর্মসূচি পালন করা হবে৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোররাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে ঢাকায় তাদের পশ্চিম রাজাবাজারের বাসায় হত্যা করা হয়৷ গত ১৬ দিনেও পুলিশ এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ