বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের ক্রিকেট ভাবনা
২৩ ডিসেম্বর ২০১১এ বিষয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘‘আমি অবশ্যই খুশি৷ বাংলাদেশ টেস্টের সর্বকনিষ্ঠ সদস্য হওয়ার পরও এ ধরণের দায়িত্ব পাওয়া অবশ্যই গর্বের৷ আশা করছি, মোস্তফা কামাল যদি সত্যিই আইসিসির প্রধান হতে পারেন তাহলে তিনি সেই পদের ক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্যও কাজ করবেন৷''
সাকিবের বিশ্বসেরা হওয়ার খবরেও ভীষণ খুশি ফারুক আহমেদ৷ তবে তিনি বলছেন, যে দলে সাকিব, তামিমের মতো বিশ্বসেরা খেলোয়াড় আছে তাদের পারফরম্যান্স আরও ভাল হওয়া উচিত ছিল৷ কিন্তু সেটা না হওয়ার জন্য এই সাবেক ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটকে দায়ী করেছেন৷
তিনি বলেন, ঘরোয়া ক্রিকেট কাঠামো ভাল না হওয়ায় ভাল খেলোয়াড় উঠে আসছে না৷ ফারুক বলেন, ‘‘ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে বেশি ব্যস্ত থাকছে৷ কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে, দেশে এখন ক্রিকেটের যে এত কিছু হচ্ছে সেটা সম্ভব হয়েছে টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায়৷ আর সেটা সম্ভব হয়েছে সাবেক খেলোয়াড়দের ভাল পারফরম্যান্সের কারণেই৷ সুতরাং ভবিষ্যতে যেন বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস প্রশ্নের মুখে না পড়ে সেদিকে নজর রাখতে হবে৷ এবং এজন্য ভাল খেলোয়াড় তৈরির কোনো বিকল্প নেই৷''
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক