1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে বাংলাদেশের সাহিত্যচর্চার সুযোগ প্রসারিত

২৫ জুন ২০২০

পশ্চিমবঙ্গে আরো প্রসারিত হচ্ছে বাংলাদেশের সাহিত্য নিয়ে চর্চার সুযোগ৷ এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ওপার বাংলার সাহিত্যের পূর্ণাঙ্গ পাঠক্রম৷

ছবি: DW/P. Samanta

বাঙালি যেখানেই বাস করুক, বাংলা ভাষা-সাহিত্যের প্রতি তার অধিকার ও অনুরাগ কমার কথা নয়৷ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যায় বাঙালি জনগোষ্ঠীর বসবাস বলে সাহিত্য নিয়ে আদানপ্রদান বহুদিনের৷ ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের পর সেই আশির দশক থেকে প্রাতিষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে ওপার বাংলার সাহিত্য নিয়ে চর্চা শুরু হয়৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের সাহিত্য৷ এই সুযোগ কলকাতা, যাদবপুর, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পর আরো প্রসারিত করতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়৷
সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত নীতিনির্ধারক কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশের সাহিত্য স্নাতকোত্তর স্তরের পঠনপাঠনে ব্যাপক আকারে অন্তর্ভুক্ত করা হবে৷ মাস্টার ডিগ্রিতে চতুর্থ সেমিস্টারের বিশেষ পত্র হিসেবে বাংলাদেশের সাহিত্য পড়তে পারবেন ছাত্রছাত্রীরা৷ কোন সাহিত্যিকের লেখা থাকছে এই পাঠক্রমে? আখতারুজ্জামান ইলিয়াসের কালজয়ী উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’, হাসান আজিজুল হকের গল্প ‘আত্মজা ও একটি করবী গাছ’, নির্মলেন্দু গুণের কবিতা ‘হুলিয়া’ যেমন থাকছে, তেমনই পড়ানো হবে সৈয়দ শামসুল হকের নাটক ‘নুরুলদীনের সারাজীবন’৷ শুধু সাহিত্যেই সীমাবদ্ধ নয়, এই পাঠক্রম যে বছর চূড়ান্ত হয়েছে, সেই বছর বাংলাদেশে তাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করছে৷ অর্থাৎ মুজিববর্ষেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে বাঙালি রাষ্ট্রনেতার অসমাপ্ত আত্মজীবনী৷ অবশ্যই থাকছে মুক্তিযুদ্ধের ইতিহাস৷ জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি', মঈদুল হাসানের ‘মূলধারা ৭১' পড়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা৷

প্রতিবেশী দেশের সাহিত্য বেশি করে পড়া উচিত: বরেন্দু মণ্ডল

This browser does not support the audio element.

সাহিত্যের ক্ষেত্রে অতীতের পাশাপাশি অপেক্ষাকৃত নবীন লেখকদের রচনা উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক থেকে শিক্ষাবিদরা৷ এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আশিস রায় ডয়চে ভেলেকে বলেন, ‘এটা অসাধারণ উদ্যোগ৷ এর ফলে এপার বাংলার ছাত্রছাত্রীরা বাংলাদেশকে আরো নিবিড়ভাবে জানতে পারবেন৷ এটা নিয়ে চর্চা করতে পারবেন৷’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবশ্যিক পত্র হিসেবে পড়ানো হয় বাংলাদেশের সাহিত্য৷ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ওপার বাংলা সাহিত্য পড়ার সুযোগ রয়েছে৷ এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বরেন্দু মণ্ডল ডয়চে ভেলেকে বলেন, ‘প্রতিবেশী দেশের সাহিত্য বেশি করে পড়া উচিত৷ তাহলে তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে৷ শুধু প্রতিবেশী দেশ নয়, ত্রিপুরা, আসাম, বিহার, ওড়িশা— এসব প্রতিবেশী রাজ্যের সাহিত্যও সিলেবাসে অন্তর্ভুক্ত করা উচিত৷’
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার দায়িত্ব গ্রহণের আগে থেকেই এই প্রতিষ্ঠানে বাংলাদেশের সাহিত্য পাঠক্রমে রয়েছে৷ সে কথা উল্লেখ করে প্রবীণ শিক্ষাবিদ বলেন, ‘আমাদের সাহিত্য মানে অখণ্ড বাংলার সাহিত্য৷ তাতে সমগ্র বাঙালির উত্তরাধিকার৷ সে তিনি ভারত-বাংলাদেশ থাকুন কিংবা ইউরোপ-আমেরিকায়৷ প্রাতিষ্ঠানিকভাবে সাহিত্যের চর্চা করলে এই উত্তরাধিকার সম্পর্কে এখনকার প্রজন্ম আরো সচেতন হবে৷ যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সাহিত্য পড়বেন, আশা করা যায় তাঁরা নিজেদের বৃত্তে এই চর্চা ছড়িয়ে দেবেন৷’

পরস্পরকে জানা-বোঝার সুযোগ বৃদ্ধি পাবে: অমর মিত্র

This browser does not support the audio element.

আরো একটি বিশ্ববিদ্যালয় প্রতিবেশী দেশের সাহিত্যচর্চা পাঠক্রমের অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাহিত্যিক অমর মিত্র৷ তাঁর বক্তব্য, ‘ইংরেজি সাহিত্য যদি ছেলেমেয়েদের পড়ানো হয়, তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ কেন পাঠ্যসূচিতে থাকবেন না৷ একইসঙ্গে জরুরি দুই দেশের মধ্যে আদান-প্রদান৷ আমরা যেমন এখানে পড়ব, তেমনই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গের সাহিত্যকে জায়গা করে দিতে হবে৷ ওপার বাংলার ছাত্রছাত্রীরা এপারের সাহিত্য সম্পর্কে ধারণা গড়ে তুলতে পারবে৷’ কিন্তু শুধু প্রাতিষ্ঠানিক চর্চাতেই কি দুই বাংলার মানুষের পরস্পরের প্রতি ধারণা উন্নত করা সম্ভব? সাহিত্যিকের মতে, ‘সাহিত্য বৃহত্তর পাঠকসমাজেরই বিষয়৷ প্রাতিষ্ঠানিক চর্চার মধ্যে শুধু আবদ্ধ নয়৷ যে কোনো ভাষার সাহিত্য ব্যাপকভাবে চর্চিত হোক, এটাই কাম্য৷ তাতে চেতনা বাড়বে৷ পরস্পরকে জানা-বোঝার সুযোগ বৃদ্ধি পাবে৷’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ