1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
খেলাধুলাআফগানিস্তান

বাংলাদেশের হতাশা ভুলিয়ে অস্বস্তিতে আফগানিস্তান

১৫ জুন ২০২৩

নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশের দ্বিতীয় দিনটা শুরু হয় হতাশা দিয়ে৷ তবে ২০ রানে শেষ ৫ উইকেট হারানো লিটন দাশের দল আফগানিস্তানকেও স্বস্তিতে রাখেনি৷

ছবি: Munir uz Zaman/AFP

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে আফগানিস্তানের স্কোর ৭ উইকেটে ১২৮ রান৷ চার উইকেট নিয়েছেন এবাদত৷  শরিফুল নিয়েছেন দুই উইকেট আর বাকি উইকেটটি মিরাজের৷

বৃহস্পতিবার মিরপুরে দ্বিতীয় দিনের ৪৪ মিনিটের মধ্যে অলআউট হয়ে যায় বাংলাদেশ৷ আগের দিনের ৩৬২ রানের সঙ্গে আর কেবল ২০ রান যোগ করেই গুটিয়ে যায় ইনিংস৷

আগের দিন শেষ সেশনে দারুণ জুটি বেঁধে দলকে বড় রান পাইয়ে দেওয়ার আভাস দিচ্ছিলেন মিরাজ-মুশফিক৷ মিরাজ খেলছিলেন ৪৩ রান নিয়ে, মুশফিক অপরাজিত ছিলেন ৪১ রানে৷ আর কেবল ৫ রান যোগ করেই থামেন মিরাজ৷ দ্বিতীয় ওভারে ইয়ামিনকে  দারুণ কাভার ড্রাইভে বাউন্ডারি পেয়েছিলেন৷ ইয়ামিনের বলেই বিদায় তার৷ শরীর থেকে একটু দূরের বল পাঞ্চ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা দেন তিনি৷  পরের ওভার নিজাত মাসুদের হঠাৎ লেন্থ থেকে লাফিয়ে উঠা বলে হকচকিয়ে যান মুশফিক৷ স্লিপে যায় সহজ ক্যাচ৷

এক বল পরই আরেক সাফল্য আফগানদের৷ এবার নিজাতের লেগ স্টাম্পের উপরে থাকা বল ঠেলে দিতে চেয়েছিলেন তাইজুল ইসলাম৷ শর্ট লেগে দাঁড়ানো আব্দুল মালিক দারুণ রিফ্লেক্সে হাতে জমিয়ে ফেলেন ক্যাচ৷

পরের ওভারে ইয়ামিন ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করে দেন তাসকিন আহমেদকে৷ দিনের সপ্তম ওভারে শরিফুল ইসলামকে বোল্ড করে ইনিংস মুড়ে দেন নিজাত মাসুদ৷

অভিষেকেই ৭৯ রানে ৫ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার তিনি৷ আরেক পেসার ইয়ামিন আহমেদজাই ৩৯ রানে পেয়েছেন ২ উইকেট৷

এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ