নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশের দ্বিতীয় দিনটা শুরু হয় হতাশা দিয়ে৷ তবে ২০ রানে শেষ ৫ উইকেট হারানো লিটন দাশের দল আফগানিস্তানকেও স্বস্তিতে রাখেনি৷
বিজ্ঞাপন
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে আফগানিস্তানের স্কোর ৭ উইকেটে ১২৮ রান৷ চার উইকেট নিয়েছেন এবাদত৷ শরিফুল নিয়েছেন দুই উইকেট আর বাকি উইকেটটি মিরাজের৷
বৃহস্পতিবার মিরপুরে দ্বিতীয় দিনের ৪৪ মিনিটের মধ্যে অলআউট হয়ে যায় বাংলাদেশ৷ আগের দিনের ৩৬২ রানের সঙ্গে আর কেবল ২০ রান যোগ করেই গুটিয়ে যায় ইনিংস৷
আগের দিন শেষ সেশনে দারুণ জুটি বেঁধে দলকে বড় রান পাইয়ে দেওয়ার আভাস দিচ্ছিলেন মিরাজ-মুশফিক৷ মিরাজ খেলছিলেন ৪৩ রান নিয়ে, মুশফিক অপরাজিত ছিলেন ৪১ রানে৷ আর কেবল ৫ রান যোগ করেই থামেন মিরাজ৷ দ্বিতীয় ওভারে ইয়ামিনকে দারুণ কাভার ড্রাইভে বাউন্ডারি পেয়েছিলেন৷ ইয়ামিনের বলেই বিদায় তার৷ শরীর থেকে একটু দূরের বল পাঞ্চ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা দেন তিনি৷ পরের ওভার নিজাত মাসুদের হঠাৎ লেন্থ থেকে লাফিয়ে উঠা বলে হকচকিয়ে যান মুশফিক৷ স্লিপে যায় সহজ ক্যাচ৷
এক বল পরই আরেক সাফল্য আফগানদের৷ এবার নিজাতের লেগ স্টাম্পের উপরে থাকা বল ঠেলে দিতে চেয়েছিলেন তাইজুল ইসলাম৷ শর্ট লেগে দাঁড়ানো আব্দুল মালিক দারুণ রিফ্লেক্সে হাতে জমিয়ে ফেলেন ক্যাচ৷
পরের ওভারে ইয়ামিন ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করে দেন তাসকিন আহমেদকে৷ দিনের সপ্তম ওভারে শরিফুল ইসলামকে বোল্ড করে ইনিংস মুড়ে দেন নিজাত মাসুদ৷
অভিষেকেই ৭৯ রানে ৫ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার তিনি৷ আরেক পেসার ইয়ামিন আহমেদজাই ৩৯ রানে পেয়েছেন ২ উইকেট৷
এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)
ক্রিকেটে যে নিয়মগুলো এবার বদলে গেল
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আইসিসি-র কমিটি ক্রিকেটে বেশ কয়েকটি নিয়ম বদল করলো। ছবিঘরে থাকলো নিয়মবদলের কথা।
ছবি: Arun Sankar/AFP/Getty Images
হেলমেট পরতেই হবে
কোনো পেসার বল করলে ব্যাটারকে হেলমেট পরতেই হবে। আগে হেলমেট না পরলেও চলতো। কিন্তু এবার তা বাধ্যতামূলক করা হলো। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে আইসিসি জানিয়েছে।
ছবি: Punit Paranjpe/AFP
উইকেটরক্ষকদেরও হেলমেট
উইকেটরক্ষকেরা যখন স্টাম্পের একেবারে কাছে দাঁড়িয়ে উইকেটরক্ষা করবেন, তখনো তাদের বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হবে। ব্যাটারের খুব কাছে দাঁড়ানো ফিল্ডারকেও হেলমেট পরে ফিল্ড করতে হবে।
ছবি: SAJJAD HUSSAIN/AFP/Getty Images
কেন এই সিদ্ধান্ত?
পুরুষদের জন্য আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ''আমরা প্লেয়ারদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের মনে হয়েছে, প্লেয়ারদের জন্য একেবারে কাছে ফিল্ডিং করার সময় হেলমেট বাধ্যতামূলক করা দরকার।''
ছবি: Grant Pitcher/Gallo Images
সফট সিগন্যাল আর নয়
এখন আম্পায়াররা কোনো সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানোর সময় সফট সিগন্যাল দেন। অর্থাৎ, তারা আগে জানিয়ে দেন, কেউ রান আউট বা অন্য কোনো আউট হয়েছেন কি না, তারপর তা তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। এখন থেকে সরাসরি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠাতে হবে। নিজেদের সিদ্ধান্ত জানাবার দরকার নেই।
ছবি: ISHARA S. KODIKARA/AFP
সৌরভের বক্তব্য
সৌরভ বলেছেন, গত কয়েকবছর ধরে সফট সিগন্যাল নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি অনেক সময় নিয়ে তর্ক-বিতর্ক করেছে। তারপর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, সফট সিগন্যাল দেয়ার কোনো দরকার নেই। যখন কোনো ক্যাচ ঠিকভাবে ধরা হয়েছে কি না, তা ঠিক করার ভার তৃতীয় আম্পায়ারকে দেয়া হয়, তখন মাঠের আম্পায়াররা সফট সিগন্যাল দিলে বিভ্রান্তি তৈরি হয়।
ছবি: Getty Images/AFP/P. Paranjpe
ফ্রি হিটে রান
ফ্রি হিটের সময় বল স্টাম্পে লেগে বোল্ড হওয়ার পরেও রান নেয়া যাবে এবং তা দলের স্কোরের সঙ্গে যুক্ত হবে। উপরের ছবিটি বিরাট কোহলির। পাকিস্তানের বিরুদ্ধে ফ্রি হিটে বোল্ড হয়েছিলেন তিনি।
ছবি: Martin Keep/AFP
১ জুন থেকে
নতুন নিয়ম চালু হবে আগামী ১ জুন থেকে। ওইদিন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড চারদিনের টেস্ট খেলতে নামছে।