1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাস্থ্য সেবা

৭ এপ্রিল ২০১২

বাংলাদেশের ৪০ ভাগ মানুষ এখনো স্বাস্থ্য সেবার বাইরে আছে৷ স্বাস্থ্যখাতে মাথা পিছু বরাদ্দ বছরে মাত্র সাড়ে ৬শ’ টাকা৷ আর সঠিক ব্যবস্থাপনার অভাবে যে সুবিধা আছে তাও পায় না সাধারণ মানুষ৷

Future Now Projekt Arsen Bild 3 Mädchen an Wasserpumpe pumpt Wasser in Blechbehälter Bangladesch, Noa Para 09.10.2010 Foto: Sandra Petersmann, DW
ছবি: DW

এজন্য ব্যবস্থাপনার উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করতে আইন, বললেন বিশ্লেষকরা৷

সাধারণ মানুষের যাদের একটু সামর্থ আছে তারা চিকিৎসা সেবা নিতে ছোটেন বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে৷ এমনকি গ্রামের মানুষও ভাল চিকিৎসার খোঁজে ছুটে আসেন ঢাকায়৷ তাদের কথা গ্রামে ভালো ডাক্তার নেই, নেই চিকিৎসা সেবা৷ তাই রাজধানীর সরকারি হাসপাতালে যেমন ভিড়, তেমনি বেসরকারি ক্লিনিক বা হাসপাতালেও রোগীদের লম্বা লাইন৷

সরকারি চিকিৎসকরাও গ্রামে থাকতে চান না৷ তাদের উপজেলা পর্যায়ে পোস্টিং দেয়া হলে হয় তারা যান না, না হয় তারা ছুটি নিয়ে ঢাকায় থাকেন৷ এর পিছনে তারা নানা যুক্তিও দেখান৷ তাদের কথা গ্রামে সুযোগ সুবিধা নেই৷ সন্তানদের পড়াশোনা করানোর ভাল শিক্ষা প্রতিষ্ঠান নেই৷

আর্সেনিকে আক্রান্ত এক রোগীছবি: DW

বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোতে মোট আসন সংখ্যা ২ হাজার ৫শ'৷ তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এই সংখ্যা বেশি ৪ হাজার ২শ'৷ প্রতি ৩ হাজার রোগীর জন্য আছেন একজন মাত্র চিকিৎসক৷ তাই সরকারের ১০ হাজার কমিউনিটি ক্লিনিকই সাধারণ মানুষের চিকিৎসার প্রধান ভরসা৷ স্বাস্থ্য মন্ত্রী ডা. আফম রুহুল হক বলেন, স্বাস্থ্য খাতে বাজেট পাওয়া যায় প্রয়োজনের ৩ ভাগের ১ ভাগ৷ তবে আন্তরিকতা এবং ব্যস্থাপনার উন্নয়ন ঘটলে এই অবস্থাতেই অনেক ভালো স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব৷

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার রশিদ ভুইয়া স্বীকার করেন, চিকিৎসকরা গ্রামে যেতে না চাওয়ায় স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়ন ঘটানো যাচ্ছে না৷ তিনি মনে করেন, চিকিৎসকরা যাতে গ্রামে যান সেই প্রণোদনা দিতে হবে৷

আর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব বলেন, সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে৷ আর যে যেখানে কাজ করেন তার জবাবদিহিতার ব্যবস্থা সেখানেই করতে হবে৷

তারা মনে করেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য দরকার সমন্বিত চিকিৎসা ব্যবস্থা৷ সেখানে চিকিৎসকের সঙ্গে নার্স, পুষ্টিবিদ, টেকনিশিয়ান সবার একটি টিম ওয়ার্ক গড়ে তুলতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ