বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ করা হয়েছে৷
এদিকে সোম, মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার৷ প্রজ্ঞাপনে বলা হয়েছে সব সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তাশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে৷ সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে৷ রোববার দুপুর ১টার পর বিভিন্ন পোশাক কারখানায় উৎপাদন বন্ধ করে শ্রমিকদের ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ।
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার ডেইলি স্টারের তথ্য অনুযায়ী, রোববার দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে অন্তত ৮১ জন নিহত হয়েছেন৷
এফএস/আরআর (দ্য ডেইলি স্টার)
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারাদিন উত্তাল ছিল ঢাকা৷ আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ নিহত হয়েছেন ছয়জন৷
ছবি: Sazzad Hossain/DWবাংলাদেশের সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন প্রতিবাদরকারীরা৷ রাজধানীর শাহবাগ বাংলাদেশের সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জানান তারা৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Imagesরাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন স্থানে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলে৷ আজ থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷
ছবি: Sazzad Hossain/DWরাজধানীর বাংলামোটর সড়কে সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়৷
ছবি: Sazzad Hossain/DWবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ভেতর বিভিন্ন স্থানে ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়া হয়৷
ছবি: Sazzad Hossain/DWআগামীকাল ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ সারাদেশের ছাত্র-জনতাকে এজন্য ঢাকায় আসার আহ্বান জানিয়েছে তারা৷ রোববার এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে৷
ছবি: Sazzad Hossain/DWবাংলা মোটর এলাকায় রূপায়ণ টাওয়ারে হামলার অভিযোগ উঠেছে। সেখানে দেশ রূপান্তরের সাংবাদিকেরা অবরুদ্ধ রয়েছেন বলে জানা গিয়েছে। টাওয়ারের নিচ তলায় আগুন দেয়া হয়েছে। মারধর করার অভিযোগও শোনা গিয়েছে।
ছবি: Sazzad Hossain/DWশাহবাগ মোড়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷
ছবি: Mohammad Ponir Hossain/REUTERSরাজধানীর বিভিন্ন এলাকায় রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ঢাকা উত্তর আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ারুল ইসলাম রয়েছেন৷
ছবি: Sazzad Hossain/DW