মার্কিন-বাংলাদেশ সম্পর্ক সুসংহত করার পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কংগ্রেসম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস৷ মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এক বিবৃতিতে জানিয়েছে একথা৷
বিজ্ঞাপন
বাংলাদেশের বিশেষ পুলিশ বাহিনী ব়্যাবের উপর নিষেধাজ্ঞা, এবং গণতন্ত্র ইস্যু নিয়ে শুক্রবার এক বিবৃতিতে মার্কিন কংগ্রেস সদস্য এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস বলেন, ‘‘আমি বিশ্বাস করি সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সবচেয়ে কার্যকর হতে পারে এবং মনে করি না যে বাংলাদেশের উপর ঢালাওভাবে নিষেধাজ্ঞা এই মুহূর্তে প্রয়োজন৷ তবে, আমি মানবাধিকার লঙ্ঘনের দায়ে ‘গ্লোবাল ম্যাগনেটস্কি হিউম্যান রাইটস এন্ড একাউন্টেবিলিটি অ্যাক্টের' আওতায় ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (ব়্যাব) এবং এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর বাইডেন প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা দৃঢ়ভাবে সমর্থন করি৷''
মার্কিন এই প্রভাবশালী রাজনীতিবিদ বিবৃতিতে আরো বলেছেন, ‘‘আমি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদার করাকে সমর্থন করে যাবো এবং দেশটির (বাংলাদেশ) আগামী নির্বাচনগুলো যাতে অবাধ ও সুষ্ঠু হয় তা নিশ্চিতের পাশাপাশি মানবাধিকার এবং গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে আমি উন্মুখ৷''
প্রসঙ্গত, গত সপ্তাহে কংগ্রেসম্যান মিকসের কয়েকটি মন্তব্য উদ্বৃত করে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস একটি সংবাদবিজ্ঞপ্তি প্রকাশ করে৷ তবে, সেগুলো খণ্ডিত বক্তব্য বলে দাবি করেন ফ্যাক্ট চেকাররা৷
নিউ ইয়র্কের কুইনস এলাকায় তহবিল সংগ্রহ সংক্রান্ত একটি ব্যক্তিগত মধ্যাহ্নভোজে সোমবার মিকস ঠিক কী বলেছিলেন সেই বিতর্কের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিটি প্রকাশ করেছে৷
বিশ্ব সূচকে বাংলাদেশ
স্বাধীনতার ৫০ বছর পর বিভিন্ন বিশ্ব সূচকে বাংলাদেশকে দেখলে দুটি বিষয় স্পষ্ট৷ এক, অর্থনৈতিক উন্নয়ন৷ দুই. গণতন্ত্র এবং মানবাধিকারের অধঃপতন৷ চলুন দেখা নেয়া যাক, কোন সূচক কী বলছে৷
ছবি: MOHAMMAD PONIR HOSSAIN/REUTERS
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার৷ ভারতের হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার৷ ফলে মাথাপিছু আছে পরপর দুই বছর ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ৷
ছবি: MOHAMMAD PONIR HOSSAIN/REUTERS
শান্তি সূচকে ভারত, পাকিস্তানের চেয়ে ভালো, তবে...
‘ভিশন অব হিউম্যানিটির’ প্রকাশিত বৈশ্বিক শান্তি সূচক ২০২১ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে ৯৮ তম৷ একই সূচকে ভারতের অবস্থান ১৩৫ তম, পাকিস্তানের ১৫০৷ দশ বছর আগের তুলনায় বাংলাদেশ এই সূচকে এগিয়ে গেলেও গত কয়েক বছরের তুলনায় তা পড়তির দিকে৷
ছবি: AFP/Getty Images
বিশ্ব ক্ষুধা সূচকেও ভারত, পাকিস্তানের চেয়ে ভালো বাংলাদেশ
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ভেল্ট হাঙ্গার হিলফের যৌথভাবে প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচক ২০২১-এ বাংলাদেশের অবস্থান ১১৬টি দেশের মধ্যে ৭৬তম৷ একই সূচকে ভারতের অবস্থান ১০১তম, আর পাকিস্তানের ৯২তম৷ গত কয়েকবছরে এক্ষেত্রে উন্নতি করেছে বাংলাদেশ৷
ছবি: Thomas Trutschel/Imago Images
রেমিটেন্সে সেরা দশে বাংলাদেশ
২০২১ সালে বাংলাদেশের রেমিটেন্স আসার পরিমাণ ২৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে বলে মনে করছে বিশ্বব্যাংক৷ গতবছরের তুলনায় যা ৪ দশমিক ৫৪ শতাংশ বেশি৷ রেমিটেন্স প্রাপ্তির হিসেবে বিশ্বের সেরা ১০টি দেশের মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ৷ ভারত ও পাকিস্তান অবশ্য এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে৷
ছবি: dapd
মানবাধিকার পরিস্থিতির অবনতি
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি গত কয়েকবছর ধরে ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দাবি করে আসছে৷ মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সম্প্রক্ত থাকার দায়ে সম্প্রতি বিশেষ পুলিশ বাহিনী ব়্যাব এবং এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷
ছবি: picture-alliance/AP Photo/A. Nath
বাকস্বাধীনতা পড়তির দিকে
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৮০টি দেশের মধ্যে ১৫২তম৷ ২০২০ সালে এই অবস্থান ছিল ১৫১তম, আর ২০১৯ সালে ১৫০তম৷ বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করছে বলে দাবি রয়েছে৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
গণতন্ত্রের করুণ দশা
সুইডেনের স্টকহোমভিত্তিক ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এর সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশে ‘কর্তৃত্ববাদী সরকার’ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি৷ দক্ষিণ এশিয়ার দেশটির সর্বশেষ দুটি জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ছিল না বলে বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী মনে করে৷