1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ এপ্রিল ২০১৬

তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর মুখপত্র বলে পরিচিত ‘দাবিক' ম্যাগাজিনে বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট খোলার কথা বলা হয়েছে৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আইএস-এর অস্তিত্ব নেই৷

আইএস
ছবি: Reuters

ভারত ও মিয়ানমারে আক্রমণ চালাতে বাংলাদেশের ভূমি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবিকের সর্বশেষ সংখ্যায় বলা হয়৷ এছাড়া দাবিক বলছে, বাংলাদেশে আইএস পরিচালনার দায়িত্বে আছেন আবু ইব্রাহিম৷ আবু জান্দাল নামে এক বাংলাদেশি আইএস সদস্য সিরিয়ায় যুদ্ধে নিহত হয়েছেন বলেও জানিয়েছে ম্যাগাজিনটি৷

বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী, বিদেশি নাগরিক আর ব্লগার খুনের ধারাবাহিকতায় দাবিক দাবি করছে, ‘‘বাংলাদেশের স্থানীয় জিহাদিরা আইএসের প্রতি আনুগত্য জানিয়েছে এবং তাদেরকে আইএসের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে৷''

মেজর জেনারেল আব্দুর রশীদ (অব.)

This browser does not support the audio element.

দাবিক এর সর্বশেষ সংখ্যার শেষ কয়েক পাতায় শেখ আবু ইব্রাহিম আল হানিফ নামের এক ব্যক্তির সাক্ষাৎকার ছাপা হয়েছে৷ আবু ইব্রাহিম এখন বাংলাদেশে আইএস-এর তৎপরতা পরিচালনা করছেন৷ সাক্ষাৎকারে শেখ হাসিনার সরকারকে ভারতের প্রতি অনুগত উল্লেখ করে আবু ইব্রাহিম বলেন, ‘‘এই অঞ্চলের মুসলমানরা বিশেষত বার্মার মুসলমানরা বৌদ্ধ ধর্ম ও হিন্দুত্ববাদের ভয়াবহ নিপীড়নের শিকার৷''

তিনি জানান, আইএস বাংলাদেশে জিহাদি কার্যক্রম শক্তিশালী করার পর তাঁরা মিয়ানমারে তৎপরতা শুরু করবেন৷ আবু ইব্রাহিম বলেন, ‘‘বাংলাদেশে হিন্দুদের ব্যাপক পরিমাণে টার্গেট করা না গেলে সেখানে শরিয়া প্রতিষ্ঠা সম্ভব নয়৷''

দাবিক-এ আবু জান্দাল আল বাঙালি নামের এক ব্যক্তির প্রোফাইল প্রকাশ করা হয়৷ তাতে বলা হয়েছে, ‘‘জান্দাল সিরিয়ার উত্তরাঞ্চলে আইন ইশার যুদ্ধে প্রাণ হারিয়েছেন৷ জান্দাল বাংলাদেশের রাজধানী ঢাকার এক সমৃদ্ধ পরিবারের সন্তান, তার সামরিক সংশ্লিষ্টতা ছিল৷ তিনি আইএসের প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার পর থেকেই শহীদী মৃত্যুকে বরণ করতে প্রস্তুত ছিলেন৷ জান্দাল একজন একনিষ্ঠ জিহাদি ছিলেন এবং বাংলাদেশে জিহাদের পক্ষে একনিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন তিনি৷''

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার বলেছেন, ‘‘বাংলাদেশে আইএস-এর কোনও অস্তিত্ব নেই৷ বাংলাদেশে আইএস-এর কোনও সাংগঠনিক ভিত্তি নেই৷ তবে তাদের অনুসারী কেউ থাকতে পারেন৷ এদেশে আইএস-এর কোনও আস্তানা হবেও না৷''

আইএস এর সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা দেশি-বিদেশি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আইএস-এর অস্তিত্ব অস্বীকার কললেও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নতুন আরেকটি তথ্য দিয়েছেন৷ তিনি বিদেশি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘নিহত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের কাছে প্রশিক্ষণ নেয়া অন্তত ৮ হাজার জঙ্গি বাংলাদেশে রয়েছে৷ তাদের তৎপরতার কারণে বাংলাদেশ ভয়াবহ সন্ত্রাসবাদের ঝুঁকিতে রয়েছে৷''

বিশেষজ্ঞ মত

এদিকে, বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট সম্পর্কে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশীদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘আইএস এখন তাদের মূল ভূখন্ডে বিপদে আছে৷ তাই তারা বিস্তৃত হতে চায়৷ তবে তারা বিস্তৃত হতে চায় পশ্চিমে, পশ্চিম ইউরোপে৷ দক্ষিণে বা বাংলাদেশ ও ভারতে তারা বিস্তৃত হতে চায় এমন কোনও প্রমাণ বা তথ্য এখনো আমাদের হাতে নেই৷ পশ্চিমে বিস্তৃত হলেই তাদের টার্গেটের জন্য সুবিধা৷''

তিনি বলেন, ‘‘বাংলাদেশে যেসব জঙ্গি গ্রুপ আছে তারা দেশজ৷ তাদের কিছু রাজনৈতিক দল আশ্রয়, প্রশ্রয় দেয়৷ তাদের মধ্যে জামায়াতে ইসলামী অন্যতম৷ বাংলাদেশি জঙ্গিদের যা কিছু আন্তর্জাতিক যোগাযোগ তা জামায়াতে ইসলামীর মাধ্যমেই৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ