1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আইএস-এর ভবিষ্যৎ ভাবনা

২২ জুন ২০১৫

গত মার্চ মাসে গ্রেপ্তার হন জঙ্গি সংগঠন জেএমবি-র চট্টগ্রাম জেলা কমান্ডার এরশাদ হোসেন মামুন৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে ইসলামি রাষ্ট্রে পরিণত করার জেএমবি-র একটি পরিকল্পনার কথা পুলিশকে জানান৷

Bombenanschläge in Bangladesh
(ফাইল ফটো)ছবি: AP

একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে এমন দাবি করা হয়েছে৷ ফেসবুকে প্রতিবেদনটি প্রকাশের পর সেটা শেয়ার করে মন্তব্য করেন আজম খান৷ জঙ্গিদের নিয়ে তিনি একটি পর্যবেক্ষণমূলক গবেষণা চালাচ্ছেন বলে তিনি তাঁর একটি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন৷ প্রকাশিত প্রতিবেদন পড়ে তাঁর যা মনে হয়েছে, ‘‘লেখাটা পড়ে যা বুঝলাম, এরা প্রথম ধাপে নীরব জেহাদ চালাচ্ছে৷ ধীরে সুস্থে আগে আদর্শিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে তাদের চ্যালেঞ্জ করতে সক্ষম মানুষগুলোকে হত্যা করছে, করবে৷ দ্বিতীয় ধাপ হচ্ছে প্রকাশ্য জেহাদ, সরাসরি হত্যাযজ্ঞ৷ যেহেতু তারা রাষ্ট্র দ্বারা তৈরি বাহিনীসমূহকে কৃত্রিম মনে করে তাই তারা দ্বিতীয় ধাপে হামলার লক্ষ্যবস্তু৷ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি পরের ধাপের সরাসরি টার্গেট৷'' এ ব্যাপারে সেনাবাহিনী, ব়্যাব ও পুলিশের কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি৷ সিরিয়া থেকে আইসিস নেতৃবৃন্দের বাংলাদেশে এসে স্থানীয় জঙ্গিদের সঙ্গে বৈঠক শেষে আবার ফিরে যাওয়া এবং সেটি জানতে না পারার ব্যর্থতার সমালোচনা করেন আজম খান৷

ছবি: Fotolia/Oleg Zabielin

জঙ্গিদের নিয়ে গবেষণা করার কথা জানিয়ে এপ্রিল ২ তারিখে দেয়া তাঁর একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, বাংলাদেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যের সংখ্যা সেনাবাহিনীর সমান বা তার চেয়ে সামান্য বেশি৷পরিস্থিতির ভয়াবহতা অনুমান করতে এই পরিসংখ্যান যথেষ্ট বলেও তিনি মনে করেন৷

এদিকে, সুব্রত শুভ মার্চ ৯ তারিখে ফেসবুকে ‘হিপ্পি ও আইএসমুখী তরুণ-তরুণীরা' শীর্ষক একটি পোস্ট দেন৷ সেখানে তিনি ষাট ও সত্তরের দশকে যুক্তরাষ্ট্রে হিপ্পি সংস্কৃতির আগমনের কারণ তুলে ধরেন৷ তিনি বলেন, ‘‘...অনেকে ষাটের দশকের হিপ্পি আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়েছিল৷ কারণ হিপ্পি আন্দোলন ছিল প্রতিষ্ঠিত ক্ষমতা-কাঠামোর বিরুদ্ধে বিপ্লব৷ যদিও হিপ্পিরা নিজেদের ক্ষমতার ভিত্তি স্থাপন করতে চায়নি৷'' অন্যদিকে বর্তমানে যারা আইএস-এর দিকে ঝুঁকছে তাদের স্বপ্ন সাদা খাতার মতো একটি পৃথিবী তৈরি করা, যে পৃথিবীতে কোনো কবি থাকবে না, কোনো লেখক থাকবে না, কেউ আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখবে না৷ ‘‘যে ছেলে রান্নাঘরে পেঁয়াজ কাটেনি সে আজ ইসলামিক বিপ্লব ও হুরের নেশায় অবলীলায় মানুষের গলা কেটে যাচ্ছে৷ আইএস-এর প্রতি তরুণ সমাজের মানসিক ও শারীরিক সমর্থন সহজে ম্লান হবে বলে মনে হয় না,'' মন্তব্য শুভর৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ