1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপরাধ ট্রাইবুনাল

৮ আগস্ট ২০১২

আন্তর্জাতিক ফৌজদারি আদালত যেখানে এক দশক পর প্রথম রায় দিতে পেরেছিল, সেখানে বাংলাদেশে একাত্তরে যুদ্ধাপরাধের মামলা এগোচ্ছে অসামান্য দ্রুত গতিতে৷ জামায়াতে ইসলামীর প্রচারণা সত্ত্বেও আন্তর্জাতিক মহল শান্ত রয়েছে৷

High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে৷ বিচারাধীন মামলা বা মামলা প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য সমীচীন না হলেও এই উদ্যোগ সম্পর্কে নানারকম প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷ এর নানা দিক ব্যাখ্যা করেছেন ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড.আহমেদ জিয়াউদ্দিন৷

তিনি মনে করেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে অসন্তুষ্টির কোনো কারণ নেই৷ বাংলাদেশের ট্রাইবুনালের নামের আগে ‘আন্তর্জাতিক' শব্দটি থাকায় অনেক মহল এর ভুল ব্যাখ্যা করছে৷ কারণ বাংলাদেশে দেশীয় আইনের অধীনে বিচার প্রক্রিয়া চলছে৷ বাংলাদেশের ট্রাইবুনাল যে গতিতে এগোচ্ছে, বিশ্বের কোনো আন্তর্জাতিক ট্রাইবুনাল তার ধারে কাছে আসতে পারে না বলে মনে করেন ড.আহমেদ জিয়াউদ্দিন৷ মনে রাখতে হবে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ১০ বছর পর প্রথম রায় দিয়েছে৷

ড.আহমেদ জিয়াউদ্দিনছবি: DW

জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলি সারা পৃথিবীতে ব্যাপক আকারে এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে৷ ফলে বিভিন্ন দেশের সরকার, মানবাধিকার সংগঠন এই প্রক্রিয়ার উপর নজর রাখছে৷ তবে তারা বিচারাধীন প্রক্রিয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করে না, এ ক্ষেত্রেও করছে না৷ ড. জিয়াউদ্দিনের মতে, তবে এই প্রক্রিয়াকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশার কথা ভালোভাবেই বোঝা সম্ভব৷ অনেকের কাছে মনে হচ্ছে, বেশি সময় লাগছে৷ কিছু ক্ষেত্রে গতি বাড়ানো হয়তো সম্ভব হতে পারতো৷ কিন্তু দ্রুত বিচারের চেয়ে প্রয়োজন সুষ্ঠু বিচার, ন্যায়বিচার৷ দেশের মানুষের আশঙ্কা, সরকার পরিবর্তন ঘটলে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার ভবিষ্যৎ কী হবে৷

আন্তর্জাতিক স্তরে জামায়াতে ইসলামীর উদ্যোগের ফলে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করছে৷ তবে যে তথ্যের ভিত্তিতে এই সব মন্তব্য করা হচ্ছে, তার মধ্যে প্রচুর ভুল রয়েছে৷ কিন্তু পাল্টা ব্যাখ্যা দেওয়ার কোনো কাঠামো না থাকায় সঠিক চিত্র উঠে আসছে না৷ সরকার বা অন্য কোনো নিরপেক্ষ সংগঠন এই কাজ করছে না৷ ফলে প্রচারণার এই অভিযান টিকে যাচ্ছে বলে মনে করেন ড. জিয়াউদ্দিন৷ তাছাড়া বাংলাদেশে ট্রাইবুনালের নামের আগে ‘আন্তর্জাতিক' শব্দটি থাকায় অনেকেই এটিকে প্রকৃত আন্তর্জাতিক ট্রাইবুনাল ধরে নিয়ে কাজ করছে৷ এই ভুল থেকেই যাচ্ছে৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ