1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বন্ধই থাকছে ইউটিউব

২ অক্টোবর ২০১২

ইউটিউব থেকে মহানবী হজরত মোহাম্মদ (সা:)-এর অবমাননাকর চলচ্চিত্র অপসারণ না করা পর্যন্ত বাংলাদেশে ইউটিউব চালু হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি৷

ছবি: picture-alliance/dpa

মুসলমানদের মহানবী হজরত মোহাম্মদ (সা:)-কে অবমাননা করে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত একটি চলচ্চিত্র ইউটিউবে আপলোড করা হলে তা নজরে আসে বিটিআরসি'র৷ এরপরই বিটিআরসি বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেয়৷ বিটিআরসি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দন আহমেদ ডয়চে ভেলেকে জানান, মহানবীর জন্য অবমাননাকর এই চলচ্চিত্র যতদিন ইউটিউব না সরাবে ততদিন পর্যন্ত বাংলাদেশে ইউটিউব বন্ধ থাকবে৷

তিনি জানান, বিটিআরসি'র পক্ষ থেকে বাংলাদেশের আইন-কানুন উল্লেখ করে বার বার তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ এমনকি ওই নির্দিষ্ট লিংকটি বাংলাদেশে বন্ধ করারও অনুরোধ জানানো হয়েছে৷ কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি৷

গিয়াসউদ্দন আহমেদ জানান, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক বিটিআরসি'র আহ্বানে সাড়া দিয়েছে৷ তাদের ওয়েবসাইটে মহানবীর জন্য অবমাননাকর কিছু বাংলাদেশে প্রদর্শিত হচ্ছেনা৷ ফলে বাংলাদেশে ফেসবুক চালু আছে৷ তিনি আশা করেন ইউটিউবও শেষ পর্যন্ত বিটিআরসি'র আহ্বানে সাড়া দেবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ