1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আফ্রিকা ফেরত যাত্রীদের কোয়ারান্টিন বাধ্যতামূলক

৩ ডিসেম্বর ২০২১

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণের বিস্তার ঠেকাতে আফ্রিকার সাত দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে কোয়ারান্টিনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ৷

বাংলাদেশে আফ্রিকা ফেরত যাত্রীদের কোয়ারান্টিন বাধ্যতামূলকছবি: bdnews24.com

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার এক সার্কুলারে আফ্রিকার দেশগুলো থেকে বাংলাদেশে আসা যাত্রীদের নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছে৷

আফ্রিকার এই সাত দেশ হলো: বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে৷ শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সার্কুলারে জানানো হয়েছে৷

আফ্রিকার এই দেশগুলো থেকে কোনো যাত্রী সরাসরি বাংলাদেশে এলে, অথবা গত ১৪ দিনের মধ্যে এসব দেশের কোনোটিতে ভ্রমণ করে থাকলে বাংলাদেশে আসার পর তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনের নিয়মটি প্রযোজ্য৷

কোয়ারান্টিনের দুই সপ্তাহ সরকার নির্ধারিত কিছু হোটেলে যাত্রীদের নিজ খরচে থাকতে হবে এবং বাংলাদেশে রওনা হওয়ার আগেই হোটেল বুকিং দিতে হবে৷ 

সেই সঙ্গে যাত্রা শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করিয়ে ‘কোভিডমুক্ত' সনদ সাথে রাখতে হবে ৷ ১২ বছরের কম বয়সিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়৷

বাংলাদেশে হোটেলে থাকা অবস্থায় সপ্তম ও চতুর্দশ দিনে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে৷ সংক্রমণ ধরা পড়লে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে৷

বৃহস্পতিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামীদের করোনাভাইরাস নমুনা পরীক্ষাগার পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘‘কেউ কোয়ারান্টিন থেকে পালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’’

গত বছর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছিল৷ সেই সময় কোয়ারান্টিন থেকে পালানোর বেশ কয়েকটি ঘটনা ঘটে৷ 

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ ঠেকাতে আফ্রিকা থেকে ফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারান্টিন বাধ্যতামূলক করা হলো৷

কোয়ারান্টিনে পাঠানোর আগে পাসপোর্ট রেখে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী৷ হোটেল থেকে পালিয়ে গেলে হোটেলকেও জরিমানা করা হবে৷ 

 এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ