1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আল জাজিরার ওয়েবসাইট বন্ধ?

২২ মার্চ ২০১৯

বাংলাদেশে আল জাজিরার ইংরেজি ওয়েবসাইটি ব্লক করার অভিযোগ উঠেছে৷ বুধবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাইটটি ব্লক করে দেয়া হয় বলে দাবি করেছে আল জাজিরা৷ 

Israel Büro des Senders Al-Jazeera in Jerusalem
ছবি: Getty Images/AFP/A. Gharabli

কাতারভিত্তিক চ্যানেল আল জাজিরার ইংরেজি ওয়েব সাইটট ব্লক করেছে বাংলাদেশ– এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যমটি৷প্রতিবেদনটি প্রস্তুত করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ও সুইডিশ-বাংলাদেশি সাংবাদিক তাসনিম খলিল৷ তিনজন ব্যক্তির গুম হওয়ার সাথে বাংলাদেশের একজন উর্দ্ধতন নিরাপত্তা ও সামরিক কর্মকর্তার যোগসাজশ নিয়ে বুধবার বিকালে অনু্সন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই বেশিরভাগ পাঠক ওয়েবসাইটটিতে ঢুকতে পারছিলেন না বলে শুক্রবারের প্রতিবেদনে দাবি করা হয়৷

ফেইসবুকে ডয়েচে ভেলের পাঠকরা এ নিয়ে দু ধরনের তথ্যই দিয়েছেন৷ কেউ বলেছেন সাইটটিতে প্রবেশ করতে পারছেন, কেউ জানিয়েছেন পারছেন না৷

কী আছে আল জাজিরার সেই প্রতিবেদনে?

প্রতিবেদনটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিককে নিয়ে৷ এক অভিযোগকারীর বরাত দিয়ে বলা হয়েছে, সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ কমপক্ষে তিনজনকে গুম করেছেন৷ অভিযোগকারী যুক্তরাজ্যে অবস্থানরত সাবেক সামরিক কর্মকর্তা কর্নেল শহীদ উদ্দীন খান৷ তার সাথে তারিক আহমেদ সিদ্দিকের পারিবারিক ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে অভিযোগকারী দাবি করেন৷ শহীদ উদ্দীন খান দাবি করেন, গেল জানুয়ারিতে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে নিরাপত্তা বাহিনী অপহরণ করে নিয়ে যায়৷ এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি বলে আল জাজিরাকে জানিয়েছেন পরিবারের সদস্যরাও৷ প্রতিবেদনের অনুসন্ধানে এই গুমের পেছনে তারিক আহমেদ সিদ্দিকের হাত ছিল বলে দাবি করা হয়৷

এম এ হাকিম

This browser does not support the audio element.

‘ওয়েবসাইট বন্ধে কোনো নির্দেশনা নেই'

এদিকে আল জাজিরার ওয়েবসাইট বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর বা আইএসপি প্রতিষ্ঠানগুলোকে কোনো নির্দেশনা দেয়নি বলে জানা গেছে৷ যদিও এর আগে বিভিন্ন সময়ে ওয়েবসাইট, অ্যাপস বন্ধের জন্য তাদেরকে লিখিত নির্দেশনা প্রদান করত সরকারের এই সংস্থাটি৷

তবে এখন সরকার চাইলে কোনো ওয়েবসাইট বিটিআরসির মাধ্যম ছাড়াও ব্লক করে দিতে পারে৷ সম্প্রতি এমন প্রযুক্তি নিয়ে এসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ বিভাগ৷ এর ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রীয়ভাবে কোনো ওয়েবসাইট ব্লক করে দিতে পারে বলে জানা গেছে৷

এ বিষয়ে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি-এর সভাপতি এম এ হাকিম ডয়চে ভেলেকে জানান, ওয়েবসাইট বন্ধে বিটিআরসি বা মন্ত্রণালয় থেকে তাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি৷ অবশ্য এর কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি৷ তিনি বলেন,‘‘ সম্প্রতি সরকারের টেলিযোগাযোগ বিভাগ প্রত্যেকটি আইআইজি বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে লেভেলে কিছু নতুন ডিভাইস বসিয়েছেন৷ এর মাধ্যমে মনিটরিং বা ফিল্টারিং সরকারের তরফ থেকেই সরাসরি করা হচ্ছে৷'' সাইবার নিরাপত্তায় আগে যে নির্দেশনা দেয়া হতো, সেটি এখন না দিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নিজেরাই তা বাস্তবায়ন করে বলে জানান তিনি৷ আল জাজিরার ওয়েবসাইটটিও একই পদ্ধতিতে বন্ধ করা সম্ভব বলেও উল্লখ করেন হাকিম৷

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ