1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ-উল-ফিতর

২০ আগস্ট ২০১২

মুসলামানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব৷ এই ঈদের আদর্শ ধনী-গরিবের ভেদাভেদ ভুলে যাওয়া৷ সমাজে সাম্য আর সৌহার্দ্য প্রতিষ্ঠা করা৷

ছবি: DW/Zohre Najwa

ঈদের আনন্দ সবার মাঝে৷ নতুন জামা-কাপড়ের সঙ্গে খাওয়া-দাওয়া আর ঈদের নামাজ শেষে কোলাকুলি যেন ভুলিয়ে দেয় সব ভেদাভেদ৷ একমাস রোজা রাখার পর এই ঈদ নিয়ে আসে আনন্দের বার্তা৷

কাল পরিক্রমায় ঈদের আয়োজনেও এসেছে ভিন্নতা৷ ঈদ কার্ডের জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোনের ক্ষুদে বার্তা৷

অথচ পুরনো দিনের ঈদে ‘ঈদ সালামি' ছিল বড় আকর্ষন৷ জানালেন তিন প্রজন্মর তিন জন: রাজিয়া আক্তার, নুশরাত জাহান এবং ফাহমিদা আহমেদ৷

যাঁরা এখনো যৌথ পরিবারে থাকেন, তাঁদের ঈদের আনন্দে যেন ভিন্ন মাত্রা যোগ হয়৷ জানালেন যৌথ পরিবারের এক গৃহবধু রাশিদা আক্তার৷ তবে সব মিলিয়ে শিশুদের আনন্দ সবার চেয়ে বেশি৷

ঈদের সুমহান আদর্শ যেন ছড়িয়ে পড়ে সব জায়গায়, সব ঘরেছবি: AP

এই ঈদে সবার মধ্য আনন্দ ভাগাভাগি করার কথা থাকলেও, তা কি এখন সম্ভব হচ্ছে? ঢাকার মোহাম্মদপুর ভেড়ি বাধ বস্তির বাসিন্দারা কি পারছেন ঈদের এই আনন্দে একাত্ম হতে?

বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন ডয়চে ভেলেকে বললেন, ঈদের আদর্শ অনুসরণের মাধ্যমে আমাদের সমাজের ভেদাভেদ দূর করতে হবে৷ ধনী-গরিবের পার্থক্য ঘোচাতে হবে৷

আর তা শুধু এক দিনের জন্য নয়৷ সারা বছর এই সাম্যের আদর্শ আমাদের ধারণ করতে হবে৷ আর মন থেকে দূর করতে হবে হিংসা, বিদ্বেষ৷

ঈদের সুমহান আদর্শ যেন ছড়িয়ে পড়ে সব জায়গায়, সব ঘরে৷ তবেই স্বার্থক হবে ঈদ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ