একদিনে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা বাড়লো দ্বিগুণ৷ নতুন মৃত্যু একজন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷
বিজ্ঞাপন
দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন৷ গত ২৪ ঘন্টায় কোভিড ১৯ এ আক্রান্ত ১১২ জন শনাক্তের পাশাপাশি মারা গেছেন একজন৷ সবমিলিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে, প্রাণ হারিয়েছেন ২১ জন৷
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টেস্ট বা করোনা ভাইরাস পরীক্ষার সংখ্যা বাড়ায় আক্রান্তের হার কেমন এখন তা বোঝা যাচ্ছে৷ ২৪ ঘণ্টায় ১০৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷ ভেন্টিলেশন বা কৃত্রিম শ্বাস প্রশ্বাসযন্ত্রের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও উল্লেখ করে তিনি৷ জানান, দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫০ টির বেশি এমন যন্ত্র রয়েছে, নতুন করে ৩৮০ টি কেনার প্রক্রিয়া চলছে৷
রোগীদের জন্য আইসোলেশন সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানান মন্ত্রী৷ ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২০০০ শয্যার ব্যবস্থা করা হচ্ছে৷ এর কাজ ১০/১২ দিনের মধ্যে শেষ হবে৷ পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি নবনির্মিত মার্কেটেও ১৪০০ শয্যা এবং উত্তরার দিয়াবাড়িতে চরটি বহুতল ভবনে ১২০০ শয্যার আইসোলেশন ইউনিটের ব্যবস্থা করা হচ্ছে৷
মন্ত্রী বলেন, ‘‘বিভিন্ন মাধ্যমে যেসব সম্মাননীয় ব্যক্তিবর্গরা কথা বলেন, তারা যদি আমাদের পরামর্শ বেশি দেন এবং নেতিবাচক কথা কম বলেন তা বেশি ভালো হবে এবং জনমনে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না৷’’
খোলা রয়েছে বেসরকারি হাসপাতাল
দেশের বেসরকারি হাসপাতাল তাদের সব ধরনের চিকিৎসা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান৷ স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এই তথ্য দেন৷
বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের এই মহাসচিব বলেন, তাদের অধীনে ৬৯ টি হাসপাতাল রয়েছে, যেখানে ২০ হাজার ডাক্তার নিযুক্ত রয়েছেন৷ করোনা মোকাবিলায় সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে তারা প্রস্তুত৷ এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী৷
এফএস/এডিকে
যেখানে করোনা, সেখানেই রোবট আর ড্রোন
জানালায় এসে কথা বলছে ড্রোন। পুলিশের নির্দেশে উড়ে যাচ্ছে যেখানে দরকার। রেস্তোরাঁ, হাসপাতাল, সুপার মার্কেটসহ অনেক জায়গায় করোনা ভাইরাসকে রুখতে রোবটও কাজ করে চলেছে বিরামহীনভাবে। দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/China Daily
ড্রোন বলছে, সাবধান!
মালয়েশিয়ার পুলিশ করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার কথা বলতে পাঠিয়েছে তাকে। রাজধানী কুয়ালালামপুরের এই ঘরটির সামনে এসে সে কথাই বলছে ড্রোন। মন দিয়ে ড্রোনের কথা শুনছেন এক গৃহিণী।
ছবি: Reuters/Lim Huey Teng
শিক্ষার্থীর বেশে রোবট
করোনা ভইরাস থেকে বাঁচতে ঘরে থাকতে হচ্ছে সবাইকে। জাপানের রাজধানী টোকিওর এক অনুষ্ঠানে তাই সদ্য স্নাতক পাস করা শিক্ষার্থীরা আসতে পারেননি। তাদের জায়গায় গাউন পরে দাঁড়িয়েছে রোবট।
ছবি: Reuters/BBT UNIVERSITY
রোবট যখন ফটোগ্রাফার
ইটালির ভারেসে শহরের এক হাসপাতলে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের ছবি তুলে বেড়াচ্ছে রোবট। রোগীদের চিকিৎসায় খুব কাজে লাগছে সেই ছবি। কম্পিউটারের স্ক্রিনে রোবটের তোলা ছবি দেখছেন এক স্বাস্থকর্মী।
ছবি: Reuters/F. Lo Scalzo
সচেতন রোবট
করোনা ভাইরাস থেকে দূরে থাকতে একজন সচেতন মানুষের যা যা করা উচিত, সবাই মিলে ভাইরাসের বিরুদ্ধে যেভাবে লড়া উচিত, সুপার মার্কেটে সেই কথাগুলো বলছে মানুষের আদলে গড়া এক রোবট। জার্মানির লিন্ডিয়ার শহরের এক সুপার মার্কেট থেকে তোলা ছবি।
ছবি: Reuters/W. Rattay
সংবাদ সম্মেলনে রোবট
বেজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং স্কুলে সাংবাদিকদের দেখানো হচ্ছে হাসপাতলে রোবট কিভাবে করোনা আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করে। 'নকল মানুষ' সামনে রেখে রোবটই তা দেখাচ্ছে।
ছবি: Reuters/C. Garcia Rawlins
শহর জীবাণুমুক্ত করছে ড্রোন
চিলির তালকাহুয়ানা শহরে জীবাণুনাশক ছিটাতে আর মানুষের দরকার হয় না। লকডাউন মেনে মানুষ থাকছে ঘরে আর শহরময় উড়ে উড়ে জীবাণুনাশক ছিটাচ্ছে ড্রোন।
ছবি: Reuters/J. Luis Saavedra
খাবার পরিবেশনে
চীনের সাংহাই শহরের এক রেস্তোরাঁয় চাহিদামতো খাবার পরিবেশন করছে রোবট।
ছবি: Reuters/Aly Song
সিঁড়ি বেয়ে ওঠে স্প্রেয়ার!
চীনের লুসিয়াং হেনান প্রদেশের এক ভবনে জীবাণুনাশক ছিটাতে সিঁড়ি বেয়ে বেয়ে এগিয়ে চলেছে স্প্রেয়ার।
ছবি: Reuters/China Daily
রংমিস্ত্রি রোবট
করোনা ভাইরাসের কারণে ফ্রান্সও এখন বিপর্যস্ত। সব মানুষকে বলা হয়েছে ঘরে থাকতে। অনেক কাজেই নামতে হয়েছে রোবটকে। করোনায় মৃতদের জন্য বানাতে হচ্ছে নতুন নতুন কফিন। কফিনে রং করছে এক রোবট।
ছবি: Reuters/G. Fuentes
মাস্ক লাগবে?
ভারতের কোচি শহরে ট্রে হাতে দাঁড়িয়ে আছে রোবট। ট্রে-তে আছে মাছ আর স্যানিটাইজার। যার দরকার নিয়ে নিন!
ছবি: Reuters/Sivaram V
বিকল্প স্বাস্থ্যকর্মী
ইতালির ভারেসে শহরের এক হাসপাতলে করোনায় সংক্রমিতদের চিকিৎসায় সহায়তা করছে রোবট।
ছবি: Reuters/F. Lo Scalzo
পরম বন্ধু
করোনা-সংকটে সবচেয়ে বিপদে আছেন প্রবীণরা। রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, একাকিত্বের যন্ত্রণাও তাদের জন্য বেশি অসহনীয়। বেলজিয়ামে এমন মানুষদের জন্য ঘরে ঘরে বিনামূল্যে রোবট পাঠাচ্ছে একটি কোম্পানি। রোবটগুলোর কাজই হলো ভিডিও কলের মাধ্যমে আত্মীয়-স্বজনের সঙ্গে নিয়মিত কথা বলানো।
ছবি: Reuters/Y. Herman
পুলিশ এবং ড্রোন
ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশের পেকানবাউ শহরে
জীবাণুনাশক ছিটানোর কাজও করতে হচ্ছে পুলিশকে। অবশ্য পুলিশ কাজটা নিজে করছে না। রিমোট হাতে নিয়ে শুধু নির্দেশ দিচ্ছে আর সেই নির্দেশ মেনে জীবাণুনাশক ছিটিয়ে যাচ্ছে ড্রোন।
ছবি: Reuters/R. Muharrman
'বিশেষজ্ঞ চিকিৎসক'
বেজিংয়ের করোনায় সংক্রমিত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মতো নানা উপদেশ দেবে এই রোবট। কিভাবে, কোন ইশারায় কী বোঝাতে হবে তা দেখিয়ে দিচ্ছেন ফাইভ জি প্রযুক্তির রোবটটি তৈরি করা কোম্পানির কর্মীরা।