1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

’মাঘের শীতে বাঘ পালায়’

১৬ জানুয়ারি ২০১৪

প্রায় এক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশে৷ জনজীবনে এর কতটা বিরূপ প্রভাব পড়ছে তা একমাত্র ভুক্তভোগীরা জানেন৷ এ অবস্থাতেই এক ব্লগার শামীম মুসতফা লিখেছেন শীতের প্রকোপে কাহিল হয়ে পড়া মানুষদের নিয়ে৷

Bangladesch Kältewelle Opfer
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

সামহয়্যারইন ব্লগে ‘মাঘের শীতে বাঘ পালায়' শিরোনামের ছোট্ট একটা লেখার শুরুতেই শামীম মুসতফা লিখেছেন, ‘‘এই প্রবাদকে সত্য প্রমাণ করতেই যেন দেশজুড়ে জাঁকিয়ে বসেছে শীত৷ গতকাল রাত থেকেই চারদিকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে৷ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ অবস্থা চলবে আরও দুই-একদিন৷''

শীতে জুবুথুবু অবস্থা বহু অসহায় মানুষের...ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

তারপর বাংলাদেশের কোথায় কেমন শীত পড়ছে আবহাওয়া অধিদপ্তর পরিবেশিত তথ্যের উল্লেখ করে সে সম্পর্কেও ধারণা দিয়েছেন সামহয়্যারইন ব্লগের এই ব্লগার৷ ‘সবচেয়ে কম ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াড়াঙ্গায়' – এই তথ্যও জানিয়েছেন শামীম মুসতফা৷ জার্মানিতে এবার শীতের প্রকোপ এখনো কমই বলা যায়৷ শীত প্রধান এ দেশের বন শহরে ডয়চে ভেলের কার্যালয়৷ আজ এখানে তাপমাত্রা ত ডিগ্রি সেলসিয়াস৷ বাংলাদেশে এমন শীত বলতে গেলে পড়েই না৷ জার্মানির তাপমাত্রা অনেক সময় হিমাঙ্কের অনেক নীচে নেমে যায়৷ খুব কম হলেও এখানেও শীতের সময় রেলস্টেশন, বাসস্টপের মতো জায়গায় দরিদ্র মানুষকে আশ্রয় নিতে দেখা যায়৷ তবে তাঁদের সংখ্যা এবং অসহায়ত্ব বাংলাদেশের মতো দেশগুলোর তুলনায় অনেক কম৷

শামীম মুসতফা জানিয়েছেন, ‘‘প্রতি বছরের মতো এবারও সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, শ্রীমঙ্গলসহ দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্দশায় পড়েছেন মানুষ৷ তীব্র শীতে জুবুথুবু অবস্থা সকলের৷ দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের৷‍ বিশেষ করে রেলস্টেশন, ফুটপাতে যাঁদের বসতি তাঁদের ভোগান্তি চরমে৷''

সরকার এবং দেশের প্রতিটি স্বচ্ছল, মানবতাবাদী মানুষ এই মানুষগুলোর দিকে সহায়তার হাত বাড়াবেন – এইটুকু আশা কি বেশি কিছু?

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ