1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ওপেন সোর্স সফটওয়্যারের ব্যবহার বাড়ছে

৪ আগস্ট ২০১০

কম্পিউটার ইন্টারনেটের চর্চা নিয়মিতই বাড়ছে বাংলাদেশে৷ অফিসে কম্পিউটার ঘরে কম্পিউটার এমনকি এখন দূররদূরান্তের স্কুলেও দেখা যায় কম্পিউটার৷ কিন্তু এই কম্পিউটারতো আর টেলিভিশন নয় যে, চালু করলাম আর চললো৷

ফায়ারফক্স

বরং কম্পিউটার চালাতে প্রয়োজন নানা রকম সফটওয়্যার, ইউটিলিটিসহ অনেক কিছু৷ বিপত্তি এখানেই, কম্পিউটার যত সস্তা, এর সফটওয়্যার বা চালিকা শক্তিগুলো তত সস্তা নয়৷ বরং আসল সফটওয়্যার কেনা বেশ খরচের ব্যাপার৷ সাধারণ মানুষের পক্ষে সেই খরচ বহন সহজ কথা নয়৷ তাই, অধিকাংশ মানুষ সুযোগ নেন কপি করা বা অবৈধ সফটওয়্যার ব্যবহারের৷ বাংলাদেশ আবার চুরি করা মানে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের দিকে শীর্ষে অবস্থান করছে গত কয়েক বছর ধরেই৷

ওপেন সোর্স

তবে খুব বেশিদিন বোধহয় এমন অবস্থা থাকবে না৷ কারণ, বাংলাদেশি তরুণরা ঝুঁকছে ওপেন সোর্স সফটওয়্যার এর দিকে৷ সহজ করে বললে, এই সফটওয়্যারের বড় গুণ হচ্ছে, এগুলো পাওয়া যায় বিনা খরচে আর তরুণরা চাইলে ওপেন সোর্স সফটওয়্যারের আরো উন্নতি করতে পারে৷ পারে ভাষান্তর করতে৷

বিডিওএসএন

বাংলাদেশে ওপেন সোর্স জনপ্রিয় করার জন্য ২০০৫ সালের ২৩ অক্টোবর ওপেন সোর্স নেটওয়ার্ক গঠিত হয়৷ সংক্ষিপ্ত নাম বিডিওএসএন৷ এই স্বেচ্ছাসেবী সংগঠনটি নানাভাবে ওপেন সোর্স সফটওয়্যার এর ব্যবহার বৃদ্ধির চেষ্টা করছে৷ অনেক মুক্ত সফটওয়্যারকে ভাষান্তর করছে বিডিওএসএন স্বেচ্ছাসেবকরা৷ একইসঙ্গে সংগঠনটি আয়োজন করছে বিভিন্ন সেমিনার-কর্মশালার৷ উদ্দেশ্য, একটাই, ওপেন সোর্স সফটওয়্যারকে দেশব্যাপী জনপ্রিয় করা৷ বিডিওএসএন এর সাধারণ সম্পাদক মুনির হাসান এর কথায়, গত পাঁচ বছরে বাংলাদেশে ওপেনসোর্সের ব্যবহার বেড়েছে ১০ থেকে ২০ গুন৷

উবুন্টু’র স্ক্রিনশটছবি: www.ubuntu.com

উবুন্টু

ওপেন সোর্সকে জনপ্রিয় করতে বিডিওএসএন ইতিমধ্যে প্রকাশ করেছে কয়েকটি বই৷ এগুলোর মধ্যে রয়েছে আমরা কেন ওপেন সোর্সের পক্ষে, ফ্রিল্যান্স আউটসোর্সিং, উবুন্টু সহায়িকা, ওপেন অফিসের বাংলা ম্যানুয়াল৷

বলাবাহুল্য লিনাক্স এর মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুকে জনপ্রিয় করতে বিডিওএসএন এর চেষ্টা লক্ষ্যনীয়৷ তাদের তৈরি উবুন্টু সহায়িকা একমাসেই ডাউনলোড হয়েছে সাড়ে চার হাজার বার৷

বাংলা উইকি

বাংলা উইকিপিডিয়াকে আরো তথ্য সমৃদ্ধ করতেও কাজ করছে বিডিওএসএন এর তরুণরা৷ এজন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত প্রচারের পাশাপাশি কর্মশালারও আয়োজন করা হচ্ছে৷ নতুন তথ্য সন্নিবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে লাগানো হচ্ছে ৷ প্রতি বছর পয়েলা বৈশাখের দিনেও বাংলা উইকিপিডিয়ার কর্মীরা ব্যস্ত থাকে প্রচারণার কাজে৷ বাংলা উইকিপিডিয়ার জন্য স্বত্বমুক্ত ছবি যোগাড়েরও চেষ্টা করে বিডিওএসএন৷ মুনীর হাসান এই প্রসঙ্গে বলেন, আমরা উইকিপিডিয়ায় ইংরেজি ভাষায় যেসব নিবন্ধন রয়েছে, সেগুলোর মানোন্নয়নে কাজ করি৷ একইসঙ্গে বাংলা ভাষার উইকিপিডিয়াকে আরো তথ্য সমৃদ্ধ করতে কাজ করি৷

এগিয়ে তরুণরা

অবশ্য বিডিওএসএন এর সদস্যরা ছাড়াও আরো অনেক তরুণ কাজ করছে সফটওয়্যার লোকালাইজেশন নিয়ে৷ তাদের কল্যাণে ইংরেজি ভাষার মুক্ত সফটওয়্যারগুলো বাংলায় পাওয়া যায় ইন্টারনেটে৷ একইসঙ্গে ইন্টারনটে বাংলা লেখার নানা সফটওয়্যার বিনা খরচায় যোগান দিচ্ছে তরুণরাই৷

উল্লেখ্য, বাংলাদেশ সরকারও ইতিমধ্যে শিক্ষাখাতসহ বিভিন্ন খাতে ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহারের দিকে মনোযোগ হচ্ছে৷ সরকারি উদ্যোগে ২০ বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হচ্ছে সাইবার সেন্টার৷ এসব সেন্টারে ব্যবহার করা হবে ওপেন সোর্স সফটওয়্যার৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ