1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ওমিক্রনে আক্রান্ত আরো ১০ জন

৭ জানুয়ারি ২০২২

বাংলাদেশে ওমিক্রনে সংক্রমিত প্রথম রোগী শনাক্তের এক মাস না যেতেই সংখ্যাটি পৌঁছেছে ২০ জনে৷ নতুন শনাক্ত ১০ জনের মধ্যে সাতজন নারী, তিনজন পুরুষ এবং সবাই ঢাকার বাসিন্দা৷

ছবি: Michael Bihlmayer/CHROMORANGE/picture alliance

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট  ওমিক্রনে সংক্রমিত প্রথম রোগী শনাক্তের খবর প্রথম প্রকাশ হয় গত ৯ ডিসেম্বর৷ তারা ছিলেন আফ্রিকা সফর করে আসা ক্রিকেটার৷ পরে এই সংখ্যা বেড়ে ১০ জন হয়েছিল৷

বৃহস্পতিবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) বাংলাদেশের আরো ১০ কোভিড রোগীর ওমিক্রন সংক্রমণের খবর জানিয়েছে৷

গত ১৪ ডিসেম্বর থেকে গত মঙ্গলবার পর্যন্ত নতুন ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়৷ জিনোম সিকোয়েন্সিংয়ের পর তা জিআইএসএআইডিতে জমা দেয় আইসিডিডিআর,বি এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস৷

নতুন শনাক্ত সাতজন নারী রোগীর মধ্যে দুজনের বয়স ৩৫ বছর৷ বাকি পাঁচজনের বয়স যথাক্রমে ১৮, ২৩, ২৯, ৪৮ ও ৫৩ বছর৷ আর পুরুষ দুজনের বয়স ৬৫ এবং ৬১ ৷

দুই বছর আগে বিশ্বে নতুন করোনাভাইরাস মহামারি শুরুর পর গত বছরের প্রথম ভাগে আসে ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ৷ এরপর টিকাদানসহ নানা পদক্ষেপে পরিস্থিতি যখন উন্নতির দিকে তখন দক্ষিণ আফ্রিকায় দেখা দেয় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ৷

যুক্তরাষ্ট্র ও ইউরোপে রোগীর সংখ্যা আবার দ্রুত গতিতে বাড়ছে ৷ ওমিক্রন নিয়ে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেন, ওমিক্রন যা ঘটাচ্ছে, তাকে আর সংক্রমণের ঢেউ বলা চলে না, এটা রীতিমতো ‘জলোচ্ছ্বাস'৷ ভারতেও ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে দুই হাজারে পৌঁছে গেছে ৷

বিশ্বে গত এক সপ্তাহে ওমিক্রন রোগী শনাক্তের হার আগের সপ্তাহের চেয়ে ৭১ শতাংশ বেড়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ৷ 

ওমিক্রন নিয়ে বাংলাদেশেও উদ্বেগ দেখা দিয়েছে৷  এরই মধ্যে সরকার আবার নানা বিধি-নিষেধ ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে৷ চলছে টিকার বুস্টার ডোজ৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ