1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে কমছে ডেঙ্গু রোগী

৬ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার দিন দিন কমছে৷ এক মাস আগেও দিনে দুই হাজারের বেশি মানুষ ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এই সংখ্যা এখন ৭৮৮ জনে নেমে এসেছে৷

Dengue-Ausrottungskampagne in BD
ছবি: bdnews24.com/ M. Zaman Ovi

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টার সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৭৮৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন৷ বুধবার এই সংখ্যা ছিল ৮২০ জন এবং তার আগের দিন মঙ্গলবার ছিল ৭৮৩ জন৷

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকায় ৩৩১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন৷ এই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার পাঁচ জন৷ এরমধ্যে ঢাকায় ৫৯১ জন এবং ঢাকার বাইরে ৪১৪ জন৷

গত বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ৯৭৪ জন এবং মঙ্গলবার ৯৬৮ জন৷

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে ৩৩৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন৷ বুধবার চিকিৎসাধীন ছিলেন তিন হাজার ৫৮৮ জন এবং মঙ্গলবার তিন হাজার ৭৪৬ জন৷

ঠিক এক মাস আগে ৫ আগস্ট ডেঙ্গু পরিস্থিতি অন্য রকম ছিলো৷ ৪ অগাস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ তখন সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাত হাজার ৬৫৮ জন৷

ডেঙ্গু জ্বর নিয়ে আগস্টের প্রথম পাঁচ দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন নয় হাজার ছয় জন৷ অন্যদিকে চলতি মাসের প্রথম পাঁচ দিন তিন হাজার ২৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷

কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, ২০১৯ সালের প্রথম দিন থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ৭৪ হাজার ৩৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷ আর এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৭৯০ জন৷

সরকারি হিসাবে ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)৷

তবে আইইডিসিআরে ডেঙ্গু সন্দেহে বিভিন্ন হাসপাতাল থেকে ১৯২টি মৃত্যুর তথ্যে এসেছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে৷

এসআই/কেমএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ