1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমছে বন, বাড়ছে উদ্বেগ

অরুণ শঙ্কর চৌধুরী২৮ সেপ্টেম্বর ২০১৩

তথ্যটা নতুন নয় এবং তা নিয়ে লেখালেখি ও আলোচনা হয়েছে বিস্তর৷ গত বছরই বিজ্ঞানীরা বলেছিলেন, বাংলাদেশের ৯০ শতাংশ বনানি উধাও হয়েছে এবং এই হারে চললে বাকি দশ শতাংশ উধাও হতে বেশি সময় লাগবে না৷

সুন্দরবনছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

মূল সমস্যাটা দৃশ্যত এই যে, বাংলাদেশ সরকার এবং বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান বনানি সংরক্ষণের যে নীতি নিয়েছে, সেগুলির বাস্তবায়নের ক্ষেত্রে বিরাট ঘাটতি রয়েছে৷ উন্নয়নশীল দেশগুলিতে এটা সাধারণভাবে গুড গভরন্যান্সের সমস্যা৷ কিন্তু জলবায়ু ও পরিবেশ থেকে শুরু বন্যপ্রাণী সংরক্ষণ, এমনকি কৃষি ও খাদ্যসংস্থান অবধি, সব কিছুর উপর বনানি ধ্বংসের যে প্রভাব পড়ছে, পড়বে এবং পড়তে পারে, তার পরিপ্রেক্ষিতে বনানি সংরক্ষণের জন্য এখনই কিছু করা দরকার৷

কেন? বাংলাদেশে ফরেস্ট কভার অর্থাৎ রাজ্যাঞ্চলের তুলনায় বনানির অনুপাত বিশ্বের নিম্নতমগুলির মধ্যে পড়ে৷ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও-র ২০০৯ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মাত্র ৬ দশমিক ৭ শতাংশ জমি বনজঙ্গলে ঢাকা৷ ক্রমবর্ধমান জনসংখ্যা, পরিবেশ সংক্রান্ত আইনকানুনের দুর্বলতা এবং তা কার্যকরী করায় গড়িমসির কারণে বছরে দু'হাজার হেক্টার বনানি বিলুপ্ত হচ্ছে৷

সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট কিংবা গাজিপুরের শালবন, সবই বিপন্ন৷ অথচ ঠিক তার ফলেই জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই মারাত্মক হয়ে পড়েছে – তা সে আইলা ঘূর্ণিঝড়ই হোক আর উপকূলীয় প্লাবনই হোক৷ অতিবৃষ্টি-অনাবৃষ্টি, এমনকি নিয়মিত বাৎসরিক বন্যার সঙ্গেও বনানি নিধনের সংযোগ আছে৷ কাজেই সব মিলিয়ে দেশের কৃষি উৎপাদন প্রভাবিত হচ্ছে, যা কালে খাদ্য সমস্যার সৃষ্টি করতে পারে৷

বনানি ধ্বংসের একটি কারণ জনসংখ্যার চাপ, এবং তা শুধু কৃষিজমির খোঁজেই নয়৷ বিশেষ করে সংরক্ষিত বন এলাকাগুলির কাছের মানুষেরা প্রথাগতভাবে অরণ্য থেকে ‘নন-টিম্বার ফরেস্ট প্রোডাক্ট', বা কাঠ ছাড়া জঙ্গলের অন্যান্য পণ্য থেকে জীবনধারণ করে থাকেন৷ কাজেই সর্বাধুনিক চিন্তাধারা হল, স্থানীয় মানুষজনকে বৈধভাবে এনটিএফটি সংগ্রহের অধিকার দেওয়া৷

প্রিয় পাঠক, আপনি কি কখনো গাছ লাগিয়েছেন? বন কমে যাওয়ায় আপনি কি উদ্বিগ্ন নন? মতামত জানাতে ক্লিক করুন এখানে৷ আর টুইটারে মতামত জানাতে ব্যবহার করুন #Onneshon হ্যাশট্যাগ৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ