দেশে প্রথমসারির দৈনিক পত্রিকা প্রথম আলো-র একজন জ্যেষ্ঠ সাংবাদিক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন৷
বিজ্ঞাপন
পত্রিকাটির বরাত দিয়ে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ তথ্য নিশ্চিত করেছে৷
এই পরিস্থিতিতে প্রথম আলো প্রকাশের ‘প্রায় শতভাগ কাজ’ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে এবং সংবাদকর্মী ও অন্যান্য বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন৷
দেশে এর আগে চারটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও একটি দৈনিক পত্রিকার সাংবাদিক করোনা ভাইরাসে সংক্রমিত হন৷ উদ্ভূত পরিস্থিতিতে দীপ্ত টিভি কর্তৃপক্ষ গত শুক্রবার থেকে তাদের সংবাদ প্রচার দুই সপ্তাহ স্থগিত করেছে৷
প্রথম আলোর হেড অফ রিপোর্টিং শরিফুজ্জামান পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমাদের একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো তার এবং তার পরিবারের পাশে রয়েছে৷’’
এসএনএল/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
করোনায় সাংবাদিকতা
বাংলাদেশে সাংবাদিকরাও করোনায় আক্রান্ত। ঝুঁকির মুখে আছে অনেক সংবাদমাধ্যম। এই পরিস্থিতিতেও কীভাবে চলছে বাংলাদেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতা?
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
মাঠে যারা কাজ করেন
প্রধানত ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের সীমিত আকারে হলেও বাইরে যেতে হয় অ্যাসাইনমেন্ট কাভার করতে। তারা চেষ্টা করেন স্বাস্থ্যবিধি মেনে চলতে।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
সবাই কি যথেষ্ট সচেতন?
মাস্ক তারা ঠিকই পড়েছেন। কিন্তু সতর্কতার জন্য আরো যা ব্যবহার করা প্রয়োজন তা কি করছেন?
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
সামজিক দূরত্ব কতটা মানছেন?
এই সম্প্রচার সাংবাদিকরা পিপিই পড়েছেন। তারপরও তারা কতটা নিরাপদ?
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
যাদের বাইরে না গিয়ে উপায় নেই
ফটো সাংবাদিক আর টেলিভিশনের ক্যামেরাম্যানদের তো বাইরে যেতেই হবে। তাই তাদের অনেকেই নিরাপদ থাকতে সচেষ্ট।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
অনলাইন আর প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সুরক্ষা
যারা সরেজমিন প্রতিবেদন করেন তাদের বাইরে যেতেই হয়। তাই তারা যতটুকু সম্ভব সুরক্ষিত থাকার চেষ্টা করেন।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
ঘরে বসে কাজ
এই করোনায় সুরক্ষার জন্য সাংবাদিকদের বড় একটি অংশ, বিশেষ করে যারা ডেস্কে কাজ করেন এখন তারা বাড়িতে বসেই কাজ করেন।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
অফিসে সামাজিক দূরত্ব
যারা অফিসে কাজ করেন, তারা চেষ্টা করছেন সামাজিক দূরত্ব মানতে।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
অফিসে বসেই সংবাদ সংগ্রহ
এখন নানা ধরনের ব্রিফিং অনলাইনেই হয়। অফিসে বসেই করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং শুনছেন।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
নিয়মিত স্প্রে করা হয়
নিউজরুমে নিয়মিত জীবানুনাশক স্প্রে করা হয়।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
আছে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা
এখন সংবাদমাধ্যমগুলোর প্রবেশ পথেই হ্যান্ড স্যানিটাইজার থাকে। আছে হাত ধোয়ার ব্যবস্থা ও শরীরের তাপ মাপার যন্ত্র।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
কেউ আর ঝুঁকি নিতে চান না
চেয়ারে বসে প্রথমেই স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করেন সংবাদমাধ্যম কর্মীরা।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
টকশো চলে স্টুডিও ছাড়া
টকশোর অতিথিরা বাসা থেকেই যুক্ত হচ্ছেন জুম বা স্কাইপে। উপস্থাপকও অনেক সময় বাসা থেকে কাজ করেন।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
সাংবাদিকদের গাড়ি
করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য সংবাদিকদের গাড়িটিও হতে হয় জীবানুমুক্ত।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
বাড়তি সতর্কতা
টেলিভিশন সাংবাদিকদের কেউ কেউ বাড়তি সতর্কতার অংশ হিসেবে এখন লম্বা বুম ব্যবহার করেন।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
তারপরও ঘটে দুঃখজনক ঘটনা
সাংবাদিকরা তারপরও করোনা সংক্রমিত হচ্ছেন। প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মুখে আছে। কয়েকজন কর্মী করোনা পজিটিভ হওয়ায় বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির খবর প্রচার ১৪ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
ছবি: DW/Harun-ur-Rashid Swapan
গৃহিনী এবং সাংবাদিক
রিপোর্টারদের বড় একটা অংশও এখন বাড়ি থেকে কাজ করছেন। সংসার আর অফিসের কাজ একসঙ্গেই করছেন তারা।
ছবি: DW/H.U. Rashid Swapan
সাংবাদিকরা কতটা মানেন?
করোনা প্রতিরোধে মসজিদে ৫ জনের বেশি নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে৷ নিষেধাজ্ঞা মানা হচ্ছে কিনা তা নিয়মতি দেখতে হয় সাংবাদিকদের। তাই প্রায় প্রতিদিনই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে যেতে হয় তাদের। অনেকেই কিন্তু ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখেন না৷