বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আইইডিসিআর৷
বিজ্ঞাপন
বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘‘তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন৷ সত্তরের উপরে তাঁর বয়স ছিল৷ তাঁর ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ নানা রোগ ছিল৷’’
অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা
ঢাকা থেকে ডয়চে ভেলের প্রতিনিধি হারুন-উর-রশীদ স্বপন জানিয়েছেন, করোনায় মৃত ব্যক্তি কখনো বিদেশে যাননি৷ তিনি বিদেশ থেকে আসা ভাইরাসে আক্রান্ত কারও কাছ থেকে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷
এদিকে, বাংলাদেশে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ ফলে সরকারি হিসেবে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন৷
নতুন করে আক্রান্তের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ৷ আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারে সদস্য৷ বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন৷ এদের দুই জন ইতালি, একজন কুয়েত থেকে এসেছেন৷
এআই/এডিকে
বয়স্কদের যেভাবে করোনা থেকে বাঁচাবেন
করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে প্রবীণদের। যাদের বয়স একটু বেশি, তাদের পাশে কিভাবে থাকবেন? পাশে থেকে কিভাবে নিজেকেও বাঁচাবেন?
ছবি: AFP/Getty Images/T. Mustafa
আক্রান্ত হওয়ার ঝুঁকি যাদের বেশি
বয়স যাদের ৬৫ বছরের বেশি, করোনায় সংক্রমিত হলে তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। তবে ডায়াবেটিস, হৃদরোগ বা অন্য কোন জটিল রোগ থাকলে এর চেয়ে কম বয়সিদেরও করোনাভাইরাসে মৃত্যু হতে পারে।
অনেক দেশে প্রবীণদের অন্তত ১২ সপ্তাহ ঘরে থাকতে বলা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ, এই সময় প্রবীণদের সঙ্গে দেখা করতে গেলে অন্তত এক মিটার, অর্থাৎ তিন ফুট দূরে থেকে কথা বলতে হবে। চুমু খাওয়া বা আলিঙ্গন করা যাবে না।
ছবি: Imago/Science Photo Library
হাত ধুয়ে নিতে ভুলবেন না
ঘরের বাইরে গেলে এখন এমনিতেই সবার স্যানিটাইজার বা সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেয়া উচিত। প্রবীণদের কাছাকাছি গেলেও এই নিয়ম মানতে হবে।
ছবি: Imago Images/Panthermedia
দেখা কম করা ভালো
এমনিতে দেখা কম করা ভালো। খুব জরুরি প্রয়োজন ছাড়া দেখা না করে ফোন করে, চিঠি লিখে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় প্রবীণদের খোঁজখবর নেয়া যেতে পারে।
ছবি: Colourbox
প্রবীণদের যা যা করতে হবে
করোনার আতঙ্ক নিয়ে প্রবীণদের পক্ষে একা থাকা খুব কঠিন। সময় কাটাতে তাদের ঘর পরিষ্কার করা নাচা বা বসে বসে করা যায় এমন ব্যায়ামে মন দিতে হবে। এছাড়া সূর্যের আলো আর মুক্ত বাতাস যতটা সম্ভব গায়ে লাগাতে হবে।