1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

৮ মে ২০২১

বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ ভারতে দ্রুত করোনা সংক্রমণ ঘটার পেছনে নতুন এই ধরনটিকে দায়ী মনে করা হচ্ছে৷

Indien Corona-Pandemie | Arzt Rohan Aggarwal in New Delhi
ছবি: Danish Siddiqui/REUTERS

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরনটি শনাক্ত করেছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এই তথ্য জানিয়েছেন৷

অক্সিজেন কেন নেই ভারতে?

09:17

This browser does not support the video element.

ভ্যারিয়েন্টটি বা ধরনটির নাম দেয়া হয়েছে বি.১.৬১৭৷ এখন পর্যন্ত ধরনটি ভারতে তিনবার রুপ বদলেছে বলে জানা গেছে৷ সম্প্রতি যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এটিকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা উদ্বেগজনক ধরন হিসেবে তালিকাভুক্ত করেছে৷ 

করোনার ভারতীয় ধরন ঠেকাতে বাংলাদেশ এর আগে দুই সপ্তাহের জন্য সীমান্তে পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নেয়৷ তবে এর মধ্যেও অনুমতি নিয়ে অনেকেই দেশে ফিরেছেন৷

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, সম্প্রতি ভারতফেরত কয়েকজনের নমুনা আইইডিসিআর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিন বিন্যাস বিশ্লেষণ করা হয়৷ তার মধ্যে দুটি নুমনায় ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়৷

ডা. সুলতানা বলেন, ‘‘এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি৷ তাই মানুষকে খুব বেশি সতর্ক থাকতে হবে৷’’

এফএস/আরআর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ