1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে করোনা আক্রান্ত ২০০ ছাড়ালো

৮ এপ্রিল ২০২০

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ মারা গেছেন তিনজন৷

প্রতীকী ছবিছবি: Imago-Images/Lichtgut/L.-H. Piechowski

সব মিলিয়ে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে৷ মোট মারা গেছেন ২০ জন৷

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এইসব তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব প্রতিষ্ঠান আইইডিসিআরের এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা৷

নতুন আক্রান্তদের পাঁচজনের বয়স ১১ থেকে ২০ বছর, ১৫ জনের ২১ থেকে ৩০ বছর, ১০ জনের ৩১ থেকে ৪০ বছর, সাত জনের ৪১ থেকে ৫০ বছর আর সাতজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে৷ এছাড়া আক্রান্তদের দশজনের বয়স ষাটের উপরে৷ নতুন আক্রান্তদের ৩৩ জন পুরুষ ও একজন নারী৷

২৪ ঘন্টায় সারাদেশ থেকে মোট ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে৷ 

এফএস/এসএনএল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ