1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও দুইজন

২ এপ্রিল ২০২০

বাংলাদেশে নতুন করে দুইজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে৷ এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে৷

ছবি: Shib Sankar Rabidas

কোভিড ১৯ সন্দেহে বুধবার বাংলাদেশে ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে দুইজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ নতুন করে কোন মৃত্যুর ঘটনা নেই৷

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক হাবিবুর রহমান জানান, নতুন আক্রান্ত দুইজনই পুরুষ৷ একজনের বয়স ৩০ থেকে ৪০ বছর, অন্যজনের ৭০ থেকে ৮০৷  

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪১৩ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে৷ সব মিলিয়ে কোয়ারান্টিনে আছেন ১৬ হাজার ৭০০ জন৷

ঢাকায় ছয়টি এবং ঢাকার বাইরে চারটি প্রতিষ্ঠানে করোনা রোগী শনাক্তের পরীক্ষা চালু করা হয়েছে বলেও উল্লেখ করে হাবিবুর রহমান৷

এফএস/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ