1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

বাংলাদেশে শনাক্ত ২০ হাজার ছাড়াল

১৫ মে ২০২০

নতুন করে আরো এক হাজার ২০২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশে মোট শনাক্ত ২০ হাজার ছাড়িয়েছে৷ ঢাকা বিভাগে সংক্রমণের হার সামান্য কমে এলেও চট্টগ্রাম বিভাগে বাড়ছে৷

Bangladesch Medizintechniker sammeln Proben einer Person für den Koronatest
ছবি: bdnews24

গত ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের দুই মাসের মধ্যে দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৬৫ জন৷ গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জন মারা গেছেন৷ মোট মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৯৮ জন৷

এদিন মোট নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয়েছে আট হাজার ৫৮২টি৷ যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষার রেকর্ড৷

দেশে এখন ৪১টি পরীক্ষাগারে (ঢাকায় ২০টি ও ঢাকার বাইরে ২১টি) করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা হচ্ছে৷

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ এ তথ্য তুলে ধরেন৷

গত ২৪ ঘণ্টায় আরো ২৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ মোট সুস্থ তিন হাজার ৮৮২ জন৷

এতদিন মোট শনাক্তের ৮০ শতাংশের বেশি রোগী ঢাকা বিভাগে পাওয়া গেলেও এদিন এই হার কিছুটা কমে এসেছে৷ গত ২৪ ঘণ্টায় মোট শনাক্তের ৭৯ দশমিক ৫৪ শতাংশ ঢাকা বিভাগের বাসিন্দা৷ চট্টগ্রামে শনাক্তের হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশ৷

এসএনএল/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ