1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের দিকে আঙুল কেন?

২ অক্টোবর ২০১৫

বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. জিয়া রহমান মনে করেন, নিরাপত্তা নিয়ে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সংকট আছে৷ তবে তাকে বড় করে দেখা হচ্ছে রাজনৈতিক কারণে৷

Bangladesch Polizei Sicherheit Terror Symbolbild
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman

[No title]

This browser does not support the audio element.

অধ্যাপক ড. জিয়া রহমানের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরো অনেক দেশে নিয়মিত খুন খারাবি হয়৷ কিন্তু বাংলাদেশে কিছু একটা হলেই তারা হইচই করে৷ তিনি ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ বিশ্ব পরিস্থিতির বাইরে নয়৷ তাই নিরাপত্তার বিষয়টিকে সার্বিকভাবে দেখতে হবে৷

একটি ঘটনা থেকে একটি দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা বলা চলে না, বলে মনে করেন ড. জিয়া রহমান৷ ইটালির নাগরিক তাবেলা সিজার-এর হত্যা সম্পর্কে তাঁর বক্তব্য, ‘‘যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে; এই অবস্থায় ‘পরিস্থিতি ঘোলাটে করার জন্য’ কোনো তৃতীয় পক্ষ এই পথ বেছে নিতে পারে৷ ‘‘বাংলাদেশ কর্তৃপক্ষকে বাস্তবিক বিপদ সম্পর্কে কোনো সঠিক হদিশ দেওয়া হয়নি’’, অস্ট্রেলীয় ক্রিকেট দল প্রসঙ্গে বলেন তিনি৷

নিরাপত্তা একটি চলমান প্রক্রিয়া, সেই বিচারে বিদেশি স্থাপনাগুলোর জন্য বাড়তি প্রস্তুতি ও সতর্কতা নেওয়া অবশ্যই উচিত, বলে মনে করেন ড. রহমান৷ তবুও এটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই৷ যেমন জঙ্গিবাদ আজ একটা বিশ্বব্যাপী ঘটনা; জঙ্গিতৎপরতার ক্ষেত্রে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনীর ‘এক ধরনের অর্জন আছে’, বলে ড. রহমান দাবি করেন৷ তেমনই ব্লগার হত্যার ক্ষেত্রে এক ধরনের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলাগত অ্যাম্বিভ্যালেন্স বা ‘দোদুল্যমানতা’ দেখেন অধ্যাপক জিয়া রহমান৷

সাক্ষাৎকার: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ