1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারন করা উচিত

৯ নভেম্বর ২০১০

জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি বাংলাদেশ৷ বিশ্লেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে তা দিয়ে বাংলাদেশের ক্ষয়ক্ষতি মেটানো যাবেনা৷

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশছবি: picture-alliance/ dpa

জলবায়ু বিশেষজ্ঞ এবং গ্লোবাল চেঞ্জ-এর নির্বাহী পরিচালক ড. আহসান উদ্দিন আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নিরূপণ করা সস্ভব হয়নি৷ তবে এ কাজটি দ্রুতই করা উচিত৷ আর জলবায়ু তহবিল থেকে প্রকল্প ভিত্তিক সহায়তা করা হলে ভারত ও চীনের কাছে মার খাবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষ৷ বাংলাদেশ সবচেয়ে কম কার্বন নির্গমনকারী দেশ৷ যারা বেশি কার্বন নির্গমনকারী দেশ তাদের জলবাযু তহবিল থেকে কোন সহায়তা পাওয়া উচিত নয়৷ ড. আহসান বলেন, এই দাবিটি বাংলাদেশের খুব দ্রুতই তোলা উচিত৷

ভারত কার্বন নির্গমন করেও ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছেছবি: AP

অক্সফাম-এর পরিবেশ বিষয়ক কর্মকর্তা জিয়াউল হক মুক্তা বলেন, জলবায়ু তহবিলের অর্থের জন্য পাস্পরিক সহযোগিতা এবং আন্ত:রাষ্ট্র উদ্যোগ প্রয়োজন৷

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন, উন্নত বিশ্বকে ক্ষতিপূরনণ দিতে বাধ্য করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ