1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাবারে ভেজাল বাড়ছে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ ফেব্রুয়ারি ২০১৩

বাংলাদেশে পরীক্ষাগারে পাঠানো ভোগ্যপণ্যের নমুনা পরীক্ষা করে ৭০ ভাগই ভেজাল পাওয়া যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে৷

08.02.2013 DW Online Bangladesch Dhaka eng

বাংলাদেশের জনস্বাস্থ্য ইনস্টিটিউট বছরে গড়ে ৭ হাজার ভোগ্যপণ্যের নমুনা পরীক্ষা করে৷ আর তাতে দেখা যায়, ভোগ্যপণ্যে ভেজাল দিন দিন বাড়ছে৷ গত বছরের শেষ ৬ মাসের পরীক্ষার তথ্য অনুযায়ী জুলাই মাসে ৩৬৭টি পণ্যের মধ্যে ২৫৮টি ভেজাল, আগস্টে ২৩৫টির মধ্যে ১৬৩টি, সেপ্টেম্বরে ৩৯৮টির মধ্যে ২০২টি, অক্টোবরে ৪১৮টির মধ্যে ২০৭টি , নভেম্বরে ৪৯৫টির মধ্যে ৩০৫টি এবং ডিসেম্বরে ১১৯টির মধ্যে ৭৬টি পণ্য ভেজাল পাওয়া গেছে৷

ইনস্টিটিউটের পাবলিক অ্যানালিস্ট ডা. বিপ্লব কান্তি বড়ুয়া ডয়চে ভেলেকে জানান, তাঁদের পরীক্ষায় দেখা যায়, প্রায় ৭০ ভাগ ভোগ্যপণ্যেই ভেজাল৷ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নিপসম-এর অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ভেজাল হিসাবে ভোগ্যপণ্যে নানা ধরণের রং, কেমিক্যাল মিশান হয়৷ আর এইসব ভেজাল ভোগ্যপণ্য ভোক্তাদের চরম স্বাস্থ্য বিপর্যয় ডেকে আনছে বলে জানান ডা. বিপ্লব কান্তি বড়ুয়া৷ ডা. মো. জিয়াউল ইসলাম জানান, এমনকি ভেজাল খাবারের কারণে জেনেটিক রোগেরও আশঙ্কা আছে৷

জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরীক্ষায় ভোগ্যপণ্যে ভেজাল পাওয়ার পর মামলাও করে ৷ কিন্তু শেষ পর্যন্ত অসাধু ব্যবসায়ীরা ছাড়া পেয়ে যায়৷ তাই ভেজাল কমছেনা, বাড়ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ