1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-জার্মানি

১ আগস্ট ২০১২

জার্মানির প্রথম ফাউন্ডেশন হিসেবে বাংলাদেশে দপ্তর খুলেছে উদারপন্থী ফ্রিডরিশ নাউমান ফাউন্ডেশন৷ গণতন্ত্র, সুশাসন, মানবাধিকারের পাশাপাশি মুক্ত বাজার অর্থনীতির বিকাশের লক্ষ্যে কাজ করছে এফএনএফ৷

ছবি: DW

ঢাকায় এফএনএফ দপ্তরের প্রধান ড. নাজমুল হোসাইন এই ফাউন্ডেশনের উদ্দেশ্য এবং বাংলাদেশে তাঁর প্রতিষ্ঠানের কর্মসূচির একটা রূপরেখা তুলে ধরেন৷ তিনি প্রথমেই জানান, মূলত বাংলাদেশ সরকারের উৎসাহ ও উদ্যোগের ফলেই ঢাকায় এই দপ্তর খুলেছে এফএনএফ৷ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি ও বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান ফ্রিডরিশ নাউমান ফাউন্ডেশনের সদর দপ্তরে এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেছিলেন৷ স্থায়ী দপ্তর না থাকা সত্ত্বেও ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশে কিছু কাজ করেছে এফএনএফ৷

জার্মানির উদারপন্থী এফডিপি দলের ঘনিষ্ঠ এই ফাউন্ডেশনের মৌলিক উদ্দেশ্যের ব্যাখ্যা করতে গিয়ে ড. নাজমুল হোসাইন বলেন, জার্মানির বাইরে বিশ্বের প্রায় ৬০টি দেশে তৎপর এই প্রতিষ্ঠান৷ গণতন্ত্রের বিকাশ, গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও মানবাধিকারের মতো বিষয়কেই বিশেষ গুরুত্ব দেয় এফএনএফ৷ মুক্ত বাজার ও মুক্ত বাণিজ্যেরও প্রবক্তা এই ফাউন্ডেশন৷

বাংলাদেশে বেশ কিছু সহযোগীর সঙ্গে কাজ শুরু করেছে এফএনএফ৷ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এফএনএফ'এর অন্যতম সহযোগী৷ মুক্ত বাজার অর্থনীতির প্রসারে এই সংগঠনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ শিল্প ও বাণিজ্যের জন্য প্রয়োজনীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের সহায়তা করতে আগ্রহী দুই পক্ষই৷ এছাড়া দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্য বাড়াতে এফএনএফ বহুকাল ধরে সার্ক চেম্বার'কে সহায়তা দিয়ে আসছে৷

Hossain Interview for online - MP3-Mono

This browser does not support the audio element.

তথ্যের অধিকারকে আরও প্রতিষ্ঠিত করাও এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য৷ এ ক্ষেত্রে বাংলাদেশ তথ্য কমিশনের সঙ্গেও কাজ করছে এফএনএফ৷ সংবাদ মাধ্যম, সুশীল সমাজ, এনজিও, সরকারি অফিসার – সবাইকে নিয়েই তথ্যের অধিকারকে কার্যকর করতে চায় এফএনএফ৷ এর মাধ্যমে প্রশাসনেও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন ঢাকায় এফএনএফ দপ্তরের প্রধান ড. নাজমুল হোসাইন৷

বাংলাদেশে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বর্তমানে যে অচলাবস্থা দেখা দিয়েছে, তার সমাধানসূত্র খুঁজতে এফএনএফ কি সহায়ক ভূমিকা পালন করতে আগ্রহী? ড. নাজমুল হোসাইন বললেন, এফএনএফ রাজনৈতিক সংলাপে বিশ্বাসী৷ তবে অনেক দেশের তুলনায় বাংলাদেশে গণতন্ত্রের উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে, যদিও আরও অগ্রগতির সম্ভাবনা রয়েছে৷ এফএনএফ এই সব ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ