1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হওয়ার সব লক্ষণ বিদ্যমান: জার্মান প্রেসিডেন্ট

২৯ নভেম্বর ২০১১

ঢাকা সফররত জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ বলেছেন, বাংলাদেশ উন্নয়নের মডেল হতে পারে৷ এখানে গণতন্ত্র বিকশিত হওয়ার সব লক্ষণ বিদ্যমান৷ এদেশের প্রধান শক্তি তরুণ সমাজের প্রত্যাশা পুরণে রাজনীতিবিদদের ভূমিকা নিতে হবে৷

German president Christian Wulff with Bangladesh´s Prime Minister Sheikh Hasina. Foto: Harun Ur Rashid Swapan, 29.11.2011, Dhaka
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মান প্রেসিডেন্ট ভুল্ফছবি: DW

সফরের দ্বিতীয় দিনে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷ তিনি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন৷

এরপর তিনি গোয়েটে ইন্সটিটিউটে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন৷ মত বিনিময় সভায় বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, ধর্মীয় সাম্য প্রভৃতি বিষয় উঠে আসে৷

দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকার একটি হোটেলে বৈঠক করেন জার্মান প্রেসিডেন্ট৷ বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লষ্ট বিষয়ে কথা বলেন৷ প্রধানমমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যে জার্মানির অব্যাহত সমর্থন আশা করেন৷ জার্মান প্রেসিডেন্ট বাংলাদেশকে একটি স্থিতিশীল দেশ হিসেবে অভিহিত করে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন৷ বেঠক শেষে তিনি তার সম্মানে দেয়া প্রধানমন্ত্রীর ভোজ সভায় যোগ দেন৷

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷ তিনি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ উন্নয়নের মডেল হতে পারে৷ এখানে গণতন্ত্র বিকশিত হওয়ার সব লক্ষণ বিদ্যমান৷ এদেশের প্রধান শক্তি হল তার তরুণ সমাজ৷ এই তরুণ সমাজের প্রত্যাশা পুরণে রাজনীতিবিদদের ভূমিকা পালন করতে হবে৷

গোয়েটে ইন্সটিটিউটের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন জার্মান প্রেসিডেন্টছবি: Rashid Swapan

তিনি বলেন, ধর্ম নিরপেক্ষ এই দেশটির ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সারাবিশ্বে সমাদৃত৷ অনেক প্রতিকূলতার মাঝেও দেশটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে৷ তবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের শিকার৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জার্মানি বাংলাদেশের পাশে আছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ ও জার্মানির ঐতিহাসিক সম্পর্কের কথা বলেন৷ ঢাকা বিশ্ববিদ্যালেয়র শিক্ষার্থীরা জার্মান প্রেসিডেন্টকে ফুল, গান আর নৃত্যের তালে তালে বরণ করে নেন৷

ঢাকা বিশ্বদ্যালয়ের অনুষ্ঠান শেষে জার্মান রাষ্ট্রপতি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন৷ রাতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বেঠক করেন বঙ্গবভনে৷ বৈঠক শেষে তিনি তার সম্মানে দেয়া নৈশভোজে যোগ দেন৷   

কাল জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ-এর ৩ দিনের বাংলাদেশ সফর শেষ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ