1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মানবাধিকার সংস্থার উদ্বেগ

৪ মে ২০২১

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধানের হস্তক্ষেপ কামনা করেছে আটটি মানবাধিকার সংস্থা৷ তারা চাচ্ছে, বাকস্বাধীনতা রক্ষায় জাতিসংঘের তরফ থেকে উদ্যোগ নেয়া হোক৷

ফাইল ছবিছবি: Reuters/M. Ponir Hossain

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশায়েল ব্যাচলেটকে দেয়া চিঠিতে মানবাধিকার সংস্থাগুলো লিখেছে, ‘‘বাংলাদেশ সরকার ক্রমাগতভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি৷’’ মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে চিঠিতে গণমাধ্যম এবং বাকস্বাধীনতা চর্চা করা সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও ভিন্নমতাবলম্বীদের উপর দমনপীড়নের ঘটনা উল্লেখ করা হয়েছে৷

জাতিসংঘকে দেয়া এই চিঠিতে স্বাক্ষর করা সংগঠনগুলো হচ্ছে, এশিয়ান ফেডারেশন এগেন্সট ইনভলান্ট্রি ডিজঅ্যাপিয়ারেনসেস, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস ও রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ