1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ‘গোপন-আটক’!

৬ জুলাই ২০১৭

বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো গোপনে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বন্দি করছে, এদের অনেককে পরে হত্যাও করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)৷

Rapid Action Battalion (RAB) in Bangladesh
ছবি: DW

সংস্থাটি বলছে, ২০১৩ সাল থেকে দেশটির সরকার শত শত মানুষকে গোপন স্থানে আটক করে রেখেছ৷ গত বছরই ৯০ জনের ক্ষেত্রে এমনটা ঘটেছে৷

নিউ ইয়র্ক ভিত্তিক এই সংস্থাটি এভাবে আটক হওয়া ২১ জনের ক্ষেত্রে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে৷ যাদেরকে পরে হত্যাও করা হয়৷ আরও ন'জন কোথায় রয়েছে, সেটা জানা যাচ্ছে না৷

বাংলাদেশের নিখোঁজ মানুষদের নিয়ে সংস্থাটি একটি ফেসবুক ইভেন্ট করেছে৷ এতে সংস্থার দক্ষিণ এশিয়া পরিচালক ফেসবুক লাইভে এসেছেন৷ 

সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, দেখে মনে হচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো অবাধে মানুষ আটক করে তাঁরা অপরাধী নাকি নির্দোষ-সেই সিদ্ধান্তও দিয়ে দিচ্ছে৷ শাস্তিও নির্ধরণ করছে, এমনকি তারা বেঁচে থাকতে পারবে কি-না, সেটাও ঠিক করে দিচ্ছে৷

এ রকম নিখোঁজদের একজন সাজেদুর ইসলাম সুমন (৩৭)৷ যিনি দেশটির প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত৷

সুমনের বোন সানজিদা ইসলাম জানিয়েছেন, ব়্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন ব়্যাবের কর্মকর্তারা তাঁর ভাইসহ আরো পাঁচজনকে ২০১৩ সালের ৪ ডিসেম্বর আটক করে৷ বিএনপির বয়কটের মধ্যে ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের এক মাস আগে এই ঘটনা ঘটে৷

তিনি বলেন, সেখানে ২০ জনের মতো নির্মাণ শ্রমিক ছিলেন৷ তাঁরা দেখেছেন, তাঁর ভাই ও অন্যদের ব়্যাব ধরে নিয়ে গাড়িতে তুলছে৷ তাঁরা এরপর আর ফিরে আসেননি৷

গত ৩ বছর এবং ৮ মাসে আমরা সব সংস্থার দপ্তরের দুয়ারে দুয়ারে গিয়েছি৷ আমার ভাইয়ের খবর জানতে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরেও গিয়েছি৷

ব়্যাব এবং পুলিশ এই নিখোঁজের সঙ্গে তাঁদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে৷

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে৷ এর মধ্যে এ সব ঘটনায় সরকারের কাছ থেকে জবাব আদায় করতে হারিয়ে যাওয়া ২২ বিএনপি কর্মীর মা মিলে গঠন করেছেন ‘মায়ের ডাক' নামে একটি সংগঠন৷

সানজিদা বলেন, অপহরণের অভিযোগের মধ্যে ফরহাদ মজহারকে পুলিশ উদ্ধার করেছে৷ আমরা তাই আশাবাদী৷ আমরা চাই, আমার ভাই ফিরে আসুক৷ যার দু'টো বাচ্চাও রয়েছে৷

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২০১৭ সালের প্রথম পাঁচ মাসে ৪৮ জন নিখোঁজ হয়েছে৷ স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, ২০০৯ সাল থেকে ৩২৬ ব্যক্তি নিখোঁজ হয়েছে৷

বিএনপি এবং তাদের প্রধান জোট সহযোগী জামাত ইসলামির ১০ হাজার নেতাকর্মী সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার করা হয়েছে বলে দল দু'টোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে৷

যুদ্ধাপরাধী ইস্যুতে নানা বক্তব্য বিবৃতি দিয়ে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিউম্যান রাইটস ওয়াচ ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল৷ সামাজিক মাধ্যমে সংস্থাটির তুমুল সমালোচনায়মুখর হয়েছে বাংলাদেশের নতুন প্রজন্ম৷

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দেশীয় সহযোগীদের হাতে ৩০ লাখ মানুষ নিহত হয়৷

সমালোচকদের অভিযোগ, সংস্থাটি একাত্তরে নিহতদের পরিবারের সদস্যদের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে প্রাধান্য না দিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ