1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে চাপাতির কোপে গুরুতর আহত ইমাম

৯ মে ২০১৭

তিন ব্যক্তি একটি মসজিদে প্রবেশ করে আহমদিয়া সম্প্রদায়ের এক ইমামকে চাপাতি দিয়ে কুপিয়েছে৷ তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ৷

Symbolbild Mord Ehrenmord Messer
ছবি: bilderbox

বাংলাদেশের উত্তরাঞ্চলের ময়মনসিংহ জেলার খানপুর গ্রামে সোমবার বিকেলে আজানের কিছুক্ষণ পরই হামলার ঘটনা ঘটে৷ তিন ব্যক্তি আহমদিয়া মসজিদে প্রবেশ করে ইমাম মুস্তাফিজুর রহমানকে কোপায় বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রধান সৈয়দ নুরুল ইসলাম৷ তিনি বলেন, ‘‘তাঁকে অন্তত চারটি কোপ দেয়া হয়, যা তাঁর ঘাড়ের এবং পেটের পেছনে লেগেছে৷ হামলার কারণে তাঁর ঘাড়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে৷''

গুরুতর অবস্থায় ইমামকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা৷ এদিকে, স্থানীয় জনতা হামলাকারীদের একজনকে ধরে ফেলতে সক্ষম হয় বলে জানা যাচ্ছে৷ তাকে স্থানীয়রা মারধরও করেছে৷ তবে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের সঙ্গে সম্প্রতি ইসলামি উগ্রপন্থিদের ধর্মীয় সংখ্যালঘু এবং বিদেশিদের উপর হামলার কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷

প্রসঙ্গত, গতবছর বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলের বাঘমারা শহরে সন্দেহভাজন ইসলামী উগ্রপন্থির আত্মঘাতী হামলায় কমপক্ষে তিনব্যক্তি আহত হন৷ তথাকথিত জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট' সেই হামলার দায় স্বীকার করেছিল৷ তবে বাংলাদেশ সরকার জানিয়েছে যে, স্থানীয় জঙ্গিগোষ্ঠী জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সেই হামলা চালিয়েছে৷ জঙ্গিগোষ্ঠীটি সংখ্যালঘু হিন্দু, খ্রিষ্টান, সুফি মুসলিম এবং শিয়াদের উপর হামলার জন্য দায়ী বলেও জানিয়েছে পুলিশ৷

বাঘমারায় সেই হামলার পর কানপুরে নিরাপত্তা বাড়িয়ে দেয় পুলিশ, কেননা, সেখানে বারোটি আহমদিয়া  পরিবার অবস্থান করছেন৷ আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র আহমেদ তাবশির চৌধুরী জানিয়েছেন যে, স্থানীয় সুন্নি মুসলমানরা সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘প্রতিবাদ' করেছে৷ সেখানে মসজিদ স্থাপনের সময়ও স্থানীয়রা বাধা দেয়ার চেষ্টা করেছিল বলে দাবি করেন তিনি৷

উল্লেখ্য, বাংলাদেশে এক লাখের মতো আহমদিয়া মুসলমান বসবাস করেন৷ অতীতে তাদের উপর একাধিক হামলা হয়েছে৷ সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছিল ১৯৯৯ সালের অক্টোবরে৷ খুলনায় একটি আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণে সেই সময় কমপক্ষে আট ব্যক্তি নিহত হন৷

এআই/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ