1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সক্রিয় জঙ্গিরা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ ফেব্রুয়ারি ২০১৪

বাংলাদেশে এ পর্যন্ত ৫টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ হলেও আরো অন্তত ৩৭টি ছোট ছোট জঙ্গি সংগঠন সক্রিয়৷ এছাড়া নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কৌশলে পরিবর্তন আসলেও তত্‍পরতা থেমে নেই৷ বিশেষজ্ঞদের ধারণা, এই জঙ্গিবাদের পেছনে রাজনৈতিক মদদ আছে৷

Symbolbild islamistischer Kämpfer
প্রতীকী ছবিছবি: Fotolia/Oleg Zabielin

২০০৫ সালের পর থেকে বাংলাদেশে মোট পাঁচটি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়৷ এগুলো হলো: জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ, শাহদাতই আল হিকমা এবং হিযবুত তাহরীর৷ কিন্তু এরপরও তাদের তত্‍পরতা বন্ধ হয়নি৷ এ পর্যন্ত পুলিশ ও ব়্যাব বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রায় ৩ হাজার সদস্য আটক করলেও, তাদের একটা বড় অংশ জামিনে ছাড়া পেয়ে নতুনভাবে তত্‍পর৷ বিশেষ করে, হিযবুত তাহরীর প্রায়ই ঢাকায় ঝটিকা মিছিল ও সমাবেশ করে তাদের অস্তিত্বের জানান দেয়৷ প্রায়ই তাদের পোস্টার এবং প্রচার-পত্র চোখে পড়ে৷ নিজস্ব ওয়েবসাইটে তাদের বাংলাদেশে তত্‍পরতার খবর পাওয়া যায় নিয়মিত৷ সামাজিক যোগাযোগের মাধ্যমেও তাদের সদস্যদের উপস্থিতি টের পাওয়া যায়৷ প্রসঙ্গত, আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশে নিষিদ্ধ৷

এদিকে জেএমবির শীর্ষ ছয়জন নেতার ফাঁসির পরও সংগঠনটির নতুন নেতৃত্ব এবং কৌশলে কাজ করছে৷ তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে তারা তার প্রমাণ রেখেছে৷ হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান কারাগারে থাকলেও তাদের সদস্যরা সক্রিয়৷ আগে তারা একবার নির্বাচন কমিশনে ভিন্ন নমে নিবন্ধন নিয়ে প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টাকরে ব্যর্থ হয়৷

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রশীদ (অব.) ডয়চে ভেলেকে জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো এখন ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে কাজ করছে৷ আবার সুযোগ বুঝে তারা একই ছাতার নীচে চলে আসবে৷ তিনি মনে করেন , আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির হুমকির পর বাংলাদেশের জঙ্গিরা উজ্জীবিত হবে এটাই স্বাভাবিক৷ জেএমবির রবিবারের হামলা তারই ফল হতে পারে৷

তিনি বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বাইরেও বাংলাদেশে ৩৭টি ছোট-বড় জঙ্গি সংগঠন কাজ করে বলে গবেষণায় দেখা গেছে৷ তিনি মনে করেন, এমনও হতে পারে নিষিদ্ধ হওয়ার পর জঙ্গি সংগঠনের নেতা-কর্মীরা নানা নামে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে কাজ করছে৷

ব্রিগেডিয়ার রশীদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী কয়েক হাজার জঙ্গিকে বিভিন্ন সময় আটক করলেও নিয়মিত মনিটরিং নেই৷ ফলে তারা আটকের পর আবারো ছাড়া পেল কিনা – তার খোঁজ রাখেন না তাঁরা৷ ফলে জঙ্গিরা থেকেই যান৷ অন্যদিকে জঙ্গিদের ব্যাপারে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীর মদদ আছে৷ তাই তারা সক্রিয় থাকতে পারে৷ তাঁর কথায়, রাজনৈতিক ঐক্যমত ছাড়া জঙ্গি নির্মূল সম্ভব নয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ