1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ ফেব্রুয়ারি ২০১৪

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা করছেন বিশ্লেষকরা৷ তারা মনে করেন, বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে তা অব্যাহত থাকলে তাদের ঠেকানো নাও যেতে পারে৷ তবে ইসলামি চিন্তাবিদরা এধরনের আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন৷

Bangladesch Dhaka Islamisten Blockade brennender Bus
ফাইল ফটোছবি: Reuters

আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরির নাম ও ছবিসহ প্রচারিত ভিডিও বার্তায় বাংলাদেশের ‘ইসলাম বিরোধীদের' বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে উদ্বিগ্ন নিরাপাত্তা বিশ্লেষক এবং মানবাধিকার নেতারা৷ নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রশীদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘আল কায়েদা একটি মতবাদ৷ আর এই জঙ্গি মতবাদের অনুসারী বাংলাদেশে যে নেই তা বলা যাবেনা৷''

আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরিছবি: picture-alliance/dpa

তিনি বলেন, ‘‘আল কায়েদা সরাসরি বাংলাদেশে কাজ না করলেও তাদের আদশের্র অনুসারী জঙ্গি সংগঠন বাংলাদেশে আছে৷ আর আয়মান আল-জাওয়াহিরির আহ্বানে তারা যে উজ্জ্বীবিত হবেন তা বলাই যায়৷ এজন্য সরকারকে সতর্ক থাকতে হবে৷''

তবে তিনি মনে করেন, ‘‘জনতার প্রতিরোধের যে আহ্বান জানান হয়েছে তা কাজে আসবে না৷ কারণ এদের সম্পর্কে বাংলাদেশের মানুষ এখন বেশ সচেতন৷ তবে তাদের অনুসারীরা সহিংসতা বাড়াতে পারে৷''

এদিকে, মানবাধিকার নেতা নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আইনের শাসন না থাকলে দেশে অনাচার, অবিচার এবং সশস্ত্র রাজনৈতিক সংগঠনের উদ্ভব ঘটে প্রতিরোধের নামে৷''

তিনি বলেন, ‘‘বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে তা অব্যাহত থাকলে এখানে জঙ্গিবাদের উত্থান ঘটার আশঙ্কা আছে৷ আল কয়েদার মত জঙ্গি সংগঠন এর সুযোগ নেবে৷''

নূর খান বলেন, ‘‘সমাজ দুইভাগে ভাগ হয়ে গেলে মধ্যবর্তী নিরপেক্ষ মানুষের প্রয়োজন হয়৷ দল নিরপেক্ষ ও প্রগতিশীল বুদ্ধিজীবীদের সংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশে শুধু জঙ্গিবাদের উত্থান নয়, আরো অনেক সঙ্কট দেখা দিতে পারে৷''

অন্যদিকে ইসলামী ঐক্যজোটোর সাবেক নেতা মাওলানা মুহীউদ্দিন খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আল কায়েদা যে আহ্বান জানিয়েছে তার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই৷ বাংলাদেশের ইসলাম প্রিয় আলেমরা সন্ত্রাস পছন্দ করেন না৷ ইসলাম শান্তির ধর্ম৷'' ইসলামের নামে কোন সন্ত্রাস এদেশের মুসলমানরা গ্রহণ করে বলে মনে করেন না তিনি৷

আল কায়েদার ভিডিও বার্তার তদন্ত হচ্ছে

বাংলাদেশের ‘ইসলাম বিরোধীদের' প্রতিরোধে আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরির নাম ও ছবিসহ প্রচারিত ভিডিও বার্তা'র তদন্ত হচ্ছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন ব়্যাবের উপ-মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসান৷

তিনি শনিবার রাতে জানান, ভিডিও বার্তাটি তারা সংগ্রহ করেছেন৷ এর উত্‍স এবং অন্যান্য দিক তদন্ত করে দেখা হচ্ছে৷ এই আহ্বানের পেছনে আরো কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ তাঁর মতে, ধারাবাহিক অভিযানের ফলে বাংলাদেশের শীর্ষ জঙ্গিরা এখন কারাগারে৷ তাই জঙ্গি তত্‍পরতা আর আগের মত নেই

তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি বা তাদের সঙ্গে যুক্ত কোনো জঙ্গি সংগঠনের উপস্থিতির তথ্য তাদের কাছে নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ