1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে জার্মানিতে হবে সম্মেলন

১১ মে ২০১২

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কৃষি আজ হুমকির মুখোমুখি৷ কৃষিক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব পড়ছে তাকে কীভাবে কমিয়ে আনা যায়- এ বিষয়েই একটি সম্মেলন হতে যাচ্ছে জার্মানির বন শহরে৷

ছবি: DW

বাংলাদেশে এনভায়রনমেন্ট নেটওয়ার্ক, জার্মানি আয়োজিত  ‘ইন্টারনেশনাল কনফারেন্স অন ক্লাইমেট চেন্জ এফেক্টস এন্ড এনার্জি  ডেভেলাপমেন্ট অফ বাংলাদেশ '(আইসিসিইবি) নামের  দুই দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৮-১৯ মে৷

বাংলাদেশ ও জার্মানি ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের বিজ্ঞানী এবং গবেষকরা এতে অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ৷

জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের মেটিওলজি বিভাগে অনুষ্ঠিত শুক্রবারের এই সংবাদ সম্মেলনে  ‘আইসিসিইবি-২০১২' বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ‘আইসিসিইবি-২০১২' সাধারণ সম্পাদক ড. মাজহারুল এম ইসলাম রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইনসা থিয়েলে ইচ৷

ড. মাজহারুল এম ইসলাম রানার সাক্ষাৎকার নিচ্ছেন আফরোজা সোমাছবি: DW

ড. মাজহারুল জানান, জলবায়ু পরিবর্তনের ফলে যে সব মানুষ উদ্বাস্তু হচ্ছে তাতে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে৷ এই ‘ক্লাইমেট মাইগ্রেটরি পিপল' বা জলবায়ু পরিবর্তনের ফলে উদ্বাস্তু হওয়া মানুষের জীবন-মান উন্নয়ণে ও পূনবার্সনে সরকারের কী ধরণের নীতি গ্রহণ করা উচিত সে বিষয়ে আলোচনা হবে এই সম্মেলনে৷

জলবায়ু পরিবর্তনের ফলে যে ভূ-প্রাকৃতিক যে পরিবর্তন হচ্ছে, নতুন নতুন যে সব স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে, যে সব খাদ্য ঝুঁকি তৈরি হচ্ছে- এই বিষয়গুলোও সম্মেলনে তুলে ধরা হবে৷ পাশাপাশি পরিবর্তিত পরিবেশে কী ধরণের উন্নয়ন কৌশল বাংলাদেশে গ্রহণ করা উচিত সে বিষয়ক বিবিধ পরামর্শও আসবে এই সম্মেলন থেকে৷

এসবের পাশাপাশি এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে বাংলাদেশের জ্বালানি ইস্যুটিও৷ বাংলাদেশে বিদ্যুত ও জ্বালানি সমস্যা মেটাতে ফসিল অর্থাৎ কয়লা ও গ্যাস থেকে উৎপন্ন জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে কিভাবে ‘গ্রিন এনার্জি' অর্থাৎ সৌর শক্তি, বায়ু চালিত বিদ্যুত উৎপাদন প্রযুক্তি ও নবায়ন যোগ্য জ্বালানী শক্তি উৎপাদনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়টিও তুলে ধরা হবে এখানে৷

এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ যে সব নদী রয়েছে সেগুলোতে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে কী ধরণের ক্ষতি হবে এ বিষয়ে গবেষনার ফলাফল তুলে ধরা হবে এবং আলোচনা হবে এবারের আইসিসিইবি-২০১২ সম্মেলনে৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ