বাংলাদেশে টিকার দ্বিতীয় ডোজ শুরু
৮ এপ্রিল ২০২১ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, "যারা টিকা নেবেন তাদের কাছে এসএমএস যাওয়া শুরু হয়েছে৷ ৭ ও ৮ ফেব্রুয়ারির পাশাপাশি এর আগে ২৬ ও ২৭ জানুয়ারির যারা পরীক্ষামূলক টিকা নিয়েছিলেন, তাদেরও অনেকে দ্বিতীয় ডোজ নেবেন৷ কেউ কোনো কারণে এসএমএস না পেলে কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবেন৷”
শামসুল হক বলেন, "প্রথম ডোজের জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অনেকে বিভিন্ন কারণে টিকা নিতে পারেন নাই৷ তারা যদি আসেন, আমরা তাদের টিকা দিয়ে দেব৷ প্রথম ডোজ দেওয়া বন্ধ হবে কিনা এ বিষয়ে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত প্রথম ডোজ টিকাও দেওয়া হবে৷”
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়া হচ্ছে বাংলাদেশে, এই টিকার দুটি ডোজ নিতে হয়৷গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরুর পর এই পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদেরই এখন দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল৷ ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এই টিকার দুটি ডোজ দুই মাসের ব্যবধানে দেওয়া হচ্ছে বাংলাদেশে৷
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়৷
ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে গত ৫ নভেম্বর বাংলাদেশ চুক্তি করে৷ জানুয়ারিতে ৫০ লাখ ডোজ দেশে এলেও বিপুল চাহিদা আর বিশ্বজুড়ে টিকার সরবরাহ সঙ্কটের মধ্যে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ২০ লাখ ডোজ হাতে পায়৷
ভারত সরকারের উপহার হিসেবেও ৩২ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ৷ এ পর্যন্ত মোট টিকা এসেছে বাংলাদেশে এক কোটি দুই লাখ ডোজ৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)