বাংলাদেশে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা পঞ্চাশ হাজারে ঠেকেছে৷
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯৯ জন৷
এর মধ্যে চলতি আগস্ট মাসের ১৫ দিনেই এ রোগে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৩৮ জন৷ যারা বাসায় থেকে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন, তাদের সংখ্যা এই হিসাবে আসেনি৷
হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের সহকারী পরিচালক আয়শা আক্তার ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে সেপ্টেম্বরেও বৃষ্টি থাকে, ডেঙ্গুর প্রকোপ তখন কিছুটা বাড়ার আশঙ্কা থাকে৷
এডিস মশার প্রজননস্থল
বাংলাদেশজুড়ে এখন এক আতঙ্কের নাম মশা৷ এডিস মশার জীবাণুবাহিত রোগ ডেঙ্গু জ্বর ইতিমধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়েছে৷ পুরো ঢাকা শহরজুড়েই এখনো রয়েছে মশার প্রজননস্থল৷ এডিস মশার বিস্তারে সহায়ক এমন কিছু জায়গা নিয়ে ছবিঘর৷
ছবি: DW/M. M.Rahman
নির্মাণাধীন ভবন
ঢাকা শহরের সব জায়গাতেই চলছে ভবন নির্মাণ৷ নির্মানাধীন এসব ভবনের বিভিন্ন অংশে জমে থাকা পানি এডিস মশা জন্ম নেয়ার উপযুক্ত জায়গা৷ বেশিরবাগ ভবনের মালিকরা এ বিষয়ে এখনো বেশ উদাসীন৷
ছবি: DW/M. M.Rahman
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের পানি
তীব্র গরমের কারণে সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে অস্বাভাবিকভাবে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার৷ কিন্তু অনেক ভবনে ব্যবহৃত এসব যন্ত্র থেকে নির্গত পানি সরাসরি খোলা জায়গায় পড়ে৷ ফলে জমে থাকা এসব পরিস্কার পানিতে জন্ম নেয় এডিস মশা৷
ছবি: DW/M. M.Rahman
ছাদে জমা বৃষ্টির পানি
বৃষ্টির মৌসুমে ঢাকার অনেক ভবনের ছাদে জমে থাকে বৃষ্টির পানি৷ ভবন মালিকরা এসব পানি পরিস্কার না করায় সেখানে জন্ম নিচ্ছে মশা৷
ছবি: DW/M. M.Rahman
পানির ট্যাঙ্ক থেকে নির্গত পানি
ছাদে বসানো পানির ট্যাঙ্ক অনেক সময় উপচে পড়ে ছাদে জমে পানি৷ দীর্ঘ সময় এ পানি জমে থেকে জন্ম নিতে পারে এডিস মশা৷
ছবি: DW/M. M.Rahman
যত্রতত্র প্লাস্টিক বর্জ্য
ঢাকা শহরে প্লাস্টিক বর্জ্য ফেলা হয় যত্রতত্র৷ নানা রকম প্লাস্টিক বর্জ্যে বৃষ্টির পানি জমে সেখানেও জন্ম নিতে পারে মশা৷
ছবি: DW/M. M.Rahman
ডাস্টবিনে জমে থাকা পানি
পরিচ্ছন্ন ঢাকা গড়তে দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল ডাস্টবিন৷ কিন্তু এগুলো তদারকি করে না কেউই৷ ঢাকার বিভিন্ন স্থানে সড়কের পাশে বসানো এসব ডাস্টবিনের ভেতরে প্রায়ই জমে থাকে বৃষ্টির পানি৷ এ জায়গাগুলো তাই এডিস মশা জন্মানোর উপযুক্ত জায়গা৷
ছবি: DW/M. M.Rahman
ডাবের খোসা
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয় ডাবের খোসা৷ এসব ডাবের খোসায় জমে থাকা বৃষ্টির পানিতেও জন্ম নিতে পারে এডিস মশা৷
ছবি: DW/M. M.Rahman
ফুলের টবে জমা পানি
ঢাকা শহরের বেশিরভাগ বাড়ির ছাদ কিংবা বারান্দায় শখের বশে নানা রকম গাছ লাগান বাসিন্দারা৷ এসব গাছের টবে জমে থাকা বৃষ্টির পানি নিয়মিত পরিস্কার না করায় সেখানে জন্ম নিচ্ছে এডিস মশা৷
ছবি: DW/M. M.Rahman
ভবনের পাশের পরিত্যক্ত জায়গা
ঢাকা শহরের সবজাগাতেই বিভিন্ন ভবনের পাশের পরিত্যক্ত জায়গা রয়েছে৷ এসব জায়গা থেকে ভবন থেকে নির্গত পানি ছাড়াও বৃষ্টির পানি জমে থাকা৷ এসব জায়গার পানি নিয়মিত পরিস্কার না করায় সেখানে জন্ম নিচ্ছে এডিস মশা৷
ছবি: DW/M. M.Rahman
নোংরা হাতিরঝিল
ঢাকার সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হাতিরঝিল এখন মশার অন্যতম প্রজনন কেন্দ্র৷ জায়গাটিতে নিয়মিত মশার ওষুধ না ছিটানোয় ঝিলের বিভিন্ন অংশে জন্ম নিচ্ছে মশা৷
ছবি: DW/M. M.Rahman
গুলশান লেক
ঢাকার অভিজাত এলাকা গুলশানের লেকটিও মশা প্রজননের অন্যতম জায়গা৷ এ লেকেও দেয়া হয় না মশার ওষুধ৷ ফলে সেখানেও জন্ম নিচ্ছে মশা৷
ছবি: DW/M. M.Rahman
11 ছবি1 | 11
সরকারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা নতুন রোগীর সংখ্যা কমেছে৷ এই সময়ে ১ হাজার ৭১৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন৷ এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন নতুন রোগী, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯৬০ জন৷
শুক্রবার দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৭১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন৷ তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ১৫ জন, ঢাকার বাইরে ৩ হাজার ৭০১ জন৷ হাসপাতালে নতুন রোগীর সংখ্যা বৃহস্পতিবারের চেয়ে কমলেও সারা দেশে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ১৪৬ জন বেড়েছে৷
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর তথ্য সরকার নিশ্চিত করলেও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৩৫ জনের তথ্য পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷