1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে তরুণদের ভোট কি ইসলামপন্থিদের পক্ষে যাচ্ছে?

১৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের দুটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিরাট জয় পেয়েছে৷ জাতীয় নির্বাচনের আগে তাদের এই জয় নিয়ে জামায়াতের সম্ভাব্য রাজনৈতিক পুনরুত্থান নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে৷

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের নির্বাচনি প্রচারকার্যের দৃশ্য৷
ছাত্র সংসদে পরপর দুটি বড় জয়ের পরজামায়াতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং জাতীয় নির্বাচনেও ভালো ফলাফল করার আশা ব্যক্ত করেছে৷ তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একটি আসনও না জেতা বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বলেছে, তাদের খারাপ ফল জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে না৷ছবি: DW

বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ২৫টির মধ্যে ২০টি আসনে জয়লাভ করেছে৷ এর কয়েক দিন আগেই শিবির সমর্থিত ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৮টির মধ্যে ২৩টি আসন জিতেছে৷ এর মধ্যে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের মতো শীর্ষ পদও রয়েছে৷ বর্তমানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল অবশ্য নির্বাচনের দিন এ নির্বাচন থেকে সরে দাঁড়ায়৷

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন ছিল দেশের প্রথম কোনো নির্বাচন৷

শেখ হাসিনার আমলে সন্ত্রাসবিরোধী আইনের অধীনেজামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল৷ তবে গত বছর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কার্যকলাপে' জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি- জানিয়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে৷

শিবির-জামায়াতের প্রত্যাবর্তন?

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল৷ স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেছিল আওয়ামী লীগ, তখন শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতা ছিলেন৷

পরে শেখ হাসিনার শাসনামলে জামায়াতের শীর্ষ নেতাদের অনেককে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি বা কারাদণ্ড দেওয়া হয়৷

দলটি প্রায় এক দশক জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল৷ কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের পর তাদের আবার রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছে৷ অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে৷

এ অবস্থায় ডাকসু ও জাকসুতে শিবিরের এই একচ্ছত্র জয়ে দেশে জামায়াতের কর্মীদের মাঝে মনোবল আরো পোক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে৷

‘‘আপনি একে ঐতিহাসিক পালাবদল বলতে পারেন,'' ডয়চে ভেলেকে বলেন রাজনীতি বিশ্লেষক আলতাফ পারভেজ৷

তিনি বলেন, এই পরিবর্তন এক দিনে ঘটেনি, ধীরে ধীরে ঘটেছে৷

ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামায়াতের অবস্থানের কারণে শিবিরকে প্রত্যাখ্যানের যে আহ্বান জানানো হয়েছিল অন্য প্রার্থী বা জোটের পক্ষ থেকে, তা তেমন কাজ করেনি বলে মনে করেন আলতাফ পারভেজ৷

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অন্তর্ভুক্তিমূলক আচরণের ঠিক বিপরীত দিকে হেঁটেছে৷''

ইসলামপন্থি শিবিরগুলোর প্রতি সমাজে সমর্থন বেড়েছে বলে মনে করেন তিনি৷ তবে এই পরিবর্তন আগের কর্তৃত্ববাদের চেয়ে ভিন্ন বলে মনে করেন তিনি৷

‘‘এক ধরনের কর্তৃত্ববাদ থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদে আছি আমরা৷ তবে এখনকার কর্তৃত্ববাদ ভিন্ন৷ এখন কর্তৃত্ববাদীরা সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রভাব ফেলছে,''

জাতীয় নির্বাচনের লিটমাস টেস্ট?

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে করার ঘোষণা দিয়েছেন৷

এর আগে ডাকসু ও জাকসু নির্বাচন ঘোষণার পর থেকেই দেশের প্রধান রাজনৈতিক দল ও জোটগুলো ছাত্র সংসদ নির্বাচনের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছে, একে জাতীয় নির্বাচনের আগে জনমতের একটি পরীক্ষামূলক মাপকাঠি হিসেবে দেখছে৷

ছাত্র সংসদে পরপর দুটি বড় জয়ের পরজামায়াতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং জাতীয় নির্বাচনেও ভালো ফলাফল করার আশা ব্যক্ত করেছে৷

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একটি আসনও না জেতা বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বলেছে, তাদের খারাপ ফল জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে না৷

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রুখসানা খন্দকার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি মনে করি না এর প্রতিফলন জাতীয় নির্বাচনে হবে৷ আপনি যদি ইতিহাস দেখেন, তাহলে দেখবেন ছাত্র সংসদ নির্বাচনে সবসময়ই ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোট পড়েছে বেশি৷ ক্ষমতাসীন দলের প্রার্থীরা শীর্ষ পদে হেরে গিয়েছে৷''

তবে তিনি এই ফলাফলকে একেবারে উপেক্ষা করা ঠিক হবে না বলেও মনে করেন৷ তিনি বলেন, ‘‘এই ফলাফল সমাজে একটি ‘পারসেপশন' বা ধারণা তৈরি করে, যার প্রভাব নির্বাচনে পড়তে পারে৷ আর এখন তো একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে৷''

রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, এই ফলাফলের একটা সাধারণ কারণ আছে৷ তিনি বলেন, ‘‘এটি পরিষ্কার যে, ইসলামপন্থিদের প্রতি সমর্থন সমাজে বেড়েছে৷ এর ফলাফল আপনি জামায়াত বা অন্য দলগুলোর উত্থানের মাধ্যমে দেখতে পাচ্ছেন৷''

যুবসমাজ ও নির্বাচনের হিসেব-নিকেশ

বাংলাদেশের ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের সর্বোচ্চ ভোট শেয়ার পেয়েছিল, যা প্রায় ১২%৷ এরপর থেকে তাদের সমর্থন হ্রাস পেয়েছে৷ ২০০৮ সালের সাধারণ নির্বাচনে মাত্র ৪.৭%-এ নেমে আসে৷ এটাই ছিল জামায়াতের শেষ নির্বাচনি অংশগ্রহণ৷

এরপর থেকে তারা নির্বাচনি প্রক্রিয়ার বাইরে ছিল৷

দক্ষিণ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম-এর একটি সাম্প্রতিক জাতীয় যুব জরিপে দেখা গেছে যে, ৩৫ বছরের নিচের প্রায় ২২% ভোটার এখন জামায়াতে ইসলামীর সমর্থক, আর ৩৯% বিএনপিকে সমর্থন করে৷

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশের গড় বয়স মাত্র ২৬ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী. দেশের এক-চতুর্থাংশ মানুষ ১৫ থেকে ২৯ বছর বয়সি৷ এর ফলে তরুণ ভোটাররা ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে৷

সানেম-এর হিসাব অনুযায়ী প্রায় অর্ধেক তরুণ ভোটার এখনও সিদ্ধান্তহীন—যা আগামী মাসগুলোতে রাজনৈতিক শক্তির পুনর্বিন্যাসের জন্য বড় সুযোগ তৈরি করছে৷

রোকসানা বলেন, ‘‘আমরা ছোট আকারে কিছু জরিপ করে দেখেছি৷ মানুষ আসলে এখন সিদ্ধান্তহীনতায় ভূগছেন৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ