1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে দুই দলের মধ্যে চলছে বাকযুদ্ধ

৩ সেপ্টেম্বর ২০১০

আওয়ামী লীগ আর বিএনপি'র নেতাদের মধ্যে কয়েকদিন ধরে চলছে বাকযুদ্ধ৷ শুক্রবারও তা অব্যাহত ছিল৷

আওয়ামী লীগ আর বিএনপি’র মধ্যে উত্তেজনা বাড়ছেছবি: AP/DW

বৃহস্পতিবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিরোধী দলের আন্দোলন এবং অন্যান্য বিষয় নিয়ে যে কথা বলেছেন তার জবাব দিয়েছেন বিএনপি নেতা মীর্জা ফকরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান৷

নজরুল ইসলাম খান বলেছেন, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা মামলা আইনগত ভাবে মোকাবিলা করা হবে৷ তবে সাধারণ মানুষের ইস্যু নিয়ে আন্দোলন থেকে তারা কোনভাবেই সরে দাঁড়াবেন না৷

আর মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিই আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছে৷ বহুদলীয় গণতন্ত্র চালুর মাধ্যমে জিয়া আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন৷

শুক্রবার বিএনপিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের পর নতুন নেতা-কর্মীদের এই দুই নেতা জিয়ার মাজারে ফুল দিতে যান৷ সেখানে সাংবাদিকদের কাছে তারা এসব কথা বলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ