1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই বিদেশি হত্যাকাণ্ড ও আইএস বিতর্ক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ অক্টোবর ২০১৫

গত সপ্তাহে ঢাকায় ইটালীয় নাগরিক হত্যার পর, রংপুরে জাপানি নাগরিকের হত্যার ঘটনা ভাবিয়ে তুলেছে সরকারকে৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরিই বলেছেন যে, এই দু'টি হত্যাকাণ্ডে ইসলামিক স্টেট বা আইএস জড়িত না৷

Bangladesch Japaner Mord Kunio Hoshi
ছবি: picture-alliance/dpa/Stringer

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দাবি, বাংলাদেশে নাকি আইএস নেই৷ তাহলে এই দুই বিদেশিকে হত্যায় কারা জড়িত? তাদের উদ্দেশ্যই বা কী? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে ঢাকায় ফিরে রবিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ‘‘এই হত্যাকাণ্ডের পিছনে বিএনপি-জামায়াতের মদদ আছে৷'' বিএনপির পক্ষ থেকে অবশ্য এর প্রতিবাদ জানানো হয়েছে৷ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য অনভিপ্রেত৷ এটা ব্যর্থতা ঢাকার কৌশল৷''

‘বিদেশি হত্যার সঙ্গে আইএস-এর সংশ্লিষ্টতা নেই’

01:57

This browser does not support the video element.

পুলিশের তদন্তে এখনো স্পষ্ট নয় যে কারা এই দুই বিদেশিকে হত্যা করেছে৷ তবে তাদের ধারণা, ‘‘দু'টি হত্যাকাণ্ডের ধরণ ও কৌশল একই৷'' ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘ঢাকার গুলশানে ইটালির নাগরিক সিজার তাবেলা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডে দুর্বৃত্তরা মোটরবাইক এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে৷ অথচ অতীতে জঙ্গিরা সাধারণত কুপিয়ে হত্যা করেছে, যা আমাদের তদন্তের একটি বড় দিক৷''

নিকট অতীতে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে আইএস সদস্য আটকের একাধিক ঘটনার কথা সংবাদমাধ্যকে জানিয়েছিল৷ তাছাড়া এই দুই বিদেশি হত্যাকাণ্ডের দায় আইএস ইতিমধ্যেই স্বীকার করছে বলে দাবি ইন্টেলিজেন্স গ্রুপের৷

কিন্তু বাংলাদেশের তদন্তকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই দুই বিদেশি হত্যায় আইএস জড়িত – এ কথা মানতে নারাজ৷ কোনো কোনো সংবাদপত্র খুনের নানা বিবরণ প্রকাশিতও হয়েছে৷

এ নিয়ে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয় যে কারা এই দুই বিদেশিকে হত্যা করেছে৷ তবে এটা বলা যায় যে, হত্যাকাণ্ড দু'টি পরিকল্পিত৷ বাংলাদেশে আইএস না থাকলেও তাদের অনুসারী আছে৷ আর জঙ্গি তো আছেই৷''

[No title]

This browser does not support the audio element.

তিনি আরো বলেন, ‘‘জঙ্গি বিষয়টি নিয়ে রাজনীতি করার কারণে এটাকে কখনো বড় করে দেখানো হয়, আবার কখনো ছোট করে দেখানো হয়৷ এতে পরিস্থিতি আরো খারাপ হয়৷ তাই বাস্তব অবস্থা উবলব্ধি করে রাজনীতি নিরপেক্ষ অবস্থান নিতে হবে জঙ্গিদের বিরুদ্ধে৷''

এদিকে ঢাকায় সোমবার মার্কিন দূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেন, ‘‘আমি বাংলাদেশকে এখনো নিরাপদ মনে করি৷ আমি মার্কিন নাগরিকদের এ দেশে আসতে মানাও করবো না, আবার ফিরে যেতেও বলবো না৷ শুধু বলবো, তাঁরা যেন নিজেদের নিরাপদে রাখে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ