1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে দুই লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত

৩১ জানুয়ারি ২০২২

দেশে কোভিড রোগীর সংখ্যা সোমবার দুই লাখ ছাড়িয়ে গেছে৷ মহামারিকালে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা৷ যদিও বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

ফাইল ছবিছবি: Reuters/M. Ponir Hussain

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের হিসেবে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন৷ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৯৪ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন৷ এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দুই লাখ দুই হাজার ২২৬ জন৷ উপসর্গহীন আক্রান্তরা অবশ্য এই হিসাবে আসেনি৷ করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার শুরুর পর জানুয়ারির শুরু থেকে রোগীর সংখ্যা আবার বাড়তে থাকে৷

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে আট হাজার ৩৬১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা,  যা মোট আক্রান্তের ৬১ শতাংশের বেশি৷ এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে শনাক্ত রোগী ও মৃত্যু উল্লেখযোগ্য হারে বাড়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি৷ শনাক্তের হারে ঊর্ধ্বগতির কারণে আগামী কয়েকদিনের মধ্যে মৃত্যু হার বাড়ার আশঙ্কা করছেন বিশেজ্ঞরা ৷

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ডা. বেনজীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংক্রমণ পরিস্থিতি এর মধ্যেই ডেল্টা ভাইরাসের বিস্তারের কারণে গত বছরের জুলাই-আগস্টকে ছাড়িয়ে গেছে৷ এখন রোগী শনাক্তের হিসাবে প্রকৃত চিত্র আসছে না৷

এমন করোনা পরিস্থিতিতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর  এবার সব ধরনের অফিসে জনবল অর্ধেক কমানোর নির্দেশ দিয়েছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ