1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ দূষণ

Debarati Guha২০ জুলাই ২০১২

একদিকে দূষণ ঠেকাতে ব্যবস্থা নেয়া হচ্ছে৷ অন্যদিকে আবারো হচ্ছে দূষণ৷ বছরের একটি নিদিষ্ঠ সময়ে দূষণের মাত্রা বাড়ছে৷ বাতাসে ভারি ও সুক্ষ বস্তুকণার পরিমাণ উপযুক্তের চেয়ে প্রায় তিনগুণ বেশি থাকছে৷ যা স্বাস্থ্যের জন্য হুমকি৷

ছবি: DW

ক্রমশ ধূসর হয়ে উঠছে ঢাকা৷ জলাশয় কমছে আশঙ্কাজনক হারে৷ সবুজ বনানী আর বৃক্ষের ছায়াতল সংকুচিত হয়ে আসছে৷ মাটি, পানি আর ঘাস ঢেকে যাচ্ছে ইট, বালু আর কংক্রিটের চাপে৷ ধুলা আর দূষণে অতিষ্ঠ নগরজীবন৷ বিশ্বের নয়টি শহর নিয়ে পরিচালিত জাতিসংঘের তিনটি সংস্থার সমীক্ষায় বাংলাদেশের রাজধানী ঢাকার এই চিত্র উঠে এসেছে৷ ঢাকাসহ দক্ষিণ এশিয়ার শহরগুলোর ওপর সমীক্ষাটি চালিয়েছে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ৷

পরিবেশবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্নীতির কারণেও পরিবেশ দূষণ ঠেকানো যাচ্ছে না৷ এক দিকে দূষণ ঠেকাতে ব্যবস্থা নেয়া হচ্ছে৷ অন্যদিকে আবারো দূষণ হচ্ছে৷ বছরের একটি নিদিষ্ঠ সময়ে দূষণের মাত্রা বাড়ছে৷ বাতাসে ভারি ও সুক্ষ বস্তুকণার পরিমাণ উপযুক্তের চেয়ে প্রায় তিনগুণ বেশি থাকছে৷ যা স্বাস্থ্যের জন্য বিরাট হুমকি৷ বর্তমানে শহর ছাড়িয়ে নতুন কিছু স্থাপনা গ্রামকেও দূষিত করছেষ তাদের কারণে বাতাস, মাটি ও পানিরও দূষণ হচ্ছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে দু'ভাবে৷ একটি মানুষের সৃষ্টি আর অপরটি প্রাকৃতিকভাবে৷ প্রাকৃতিকভাবে যা হচ্ছে তা হয়ত অনেকাংশেই আমাদের নিয়ন্ত্রণে নেই৷ কিন্তু মানুষ পরিবেশকে যেভাবে নষ্ট করছে তা এখনই রোধ করতে না পারলে সামনে ভয়াবহ অবস্থার আশঙ্কা করেন তিনি৷

বিশ্বব্যাপী জনসংখ্যার চাপ, দারিদ্র্য, মানুষের খাদ্য, বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে সারা বিশ্বে পরিবেশগত সমস্যা ক্রমশ প্রকট হচ্ছে৷ যার প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়৷ তবে যে পর্যন্ত ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সেটুকুও আমরা রাখতে পারছি না৷ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাবিব ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা নিজেরাই বন উজার করছি, নদী ধ্বংস করছি৷ এগুলো রক্ষা করতে না পারলে পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে পারব না৷''

বছরের একটি নিদিষ্ঠ সময়ে দূষণের মাত্রা বাড়ছে৷ছবি: Sophie Tarr

বাংলাদেশের শহরগুলোতে শীতের তিন থেকে সাড়ে তিনমাস বাতাসে মাত্রাতিরিক্ত ক্ষতিকর বস্তু কণার উপস্থিতি থাকে৷ তবে অন্য সময়গুলো প্রচুর বাতাস ও বৃষ্টি থাকে বলে পারিপার্শ্বিক বায়ুর মান স্বাভাবিক থাকে৷ যেসব কারণে পরিবেশ দূষণ হয় তা ঘুরে ফিরে বার বার হচ্ছেই৷ পুরানো গাড়ি ঢাকায় চলছে৷ শিল্প কারখানাগুলো হরহামেসা আবর্জনা ফেলছে ইচ্ছেমতো৷ বর্জ্য ব্যবস্থাপনা নেই৷ রাজধানীতে চলা সাড়ে ৬ লাখ যানবাহন প্রতিনিয়ত হর্ন বাজিয়ে বাড়াচ্ছে শব্দ দূষণ৷ কিছুদিন আগে রাজধানীর শাহবাগ থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত রাস্তায় গাড়িতে হর্ন বাজানো বন্ধ করার নির্দেশ দিয়েছিল ঢাকা মেট্টোপলিটন পুলিশ৷ কিছুদিন ওই এলাকায় হর্নের শব্দ শোনা না গেলেও এখন আর কোনো তদারকি নেই৷ ঢাকা মেট্টোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, জনসচেতনতা ছাড়া পুলিশের পক্ষে এসব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব নয়৷

রাজধানীর রাস্তায় বের হয়েই পড়তে হচ্ছে নানা ধরণের দূষনের মধ্যে৷ ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে এসব দূষণ নিয়ে বলছিলেন সাংবাদিক জামিউল আহসান সিপু৷

পদ্মা নদীর ওপর প্রস্তাবিত পদ্মা সেতু নিয়েও কথা বললেন অধ্যাপক শহীদুল ইসলাম৷ বিশ্ব ব্যাংকের সঙ্গে পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল হওয়ার এখন সরকার নিজের অর্থায়নে এটি করার চিন্তা করছে৷ যেভাবেই পদ্মা সেতু হোক না কেন, পরিবেশের দিকটি নজরে রেখে নদীর নাব্যতা যেন ঠিক রাখা হয়, তারও অনুরোধ জানান তিনি৷

তবে আশার কথা পরিবেশ দূষণ রোধে সরকার ব্যবস্থাও নিচ্ছে৷ উচ্চ আদালত থেকে নদী রক্ষায় অনেক যুগান্তকারী রায়ও এসেছে৷ কিন্তু তার ফল পাওয়া যাচ্ছে না৷ একদিকে ব্যবস্থা নেয়া হচ্ছে৷ অন্যদিকে আবারো সেই অনিয়মই করা হচ্ছে৷ গত কয়েক বছরে প্রায় আট শতাধিক প্রতিষ্ঠানকে ৭৪ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর৷ এর মধ্যে ৪৩ কোটি টাকা আদায় হয়েছে ইতিমধ্যেই৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ