1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নদী সংরক্ষণে জার্মান সহায়তা

কারোলা অলবারৎস/এসবি২৬ এপ্রিল ২০১৪

নদীমাতৃক দেশ বাংলাদেশ৷ কিন্তু জলবায়ু পরিবর্তন ও মানুষের কার্যকলাপের ফলে নদীগুলির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দেখা যাচ্ছে৷ জার্মানির উন্নয়ন সাহায্য কর্মীরা পরিস্থিতির উন্নতির ক্ষেত্রে অবদান রাখতে চাইছেন৷

ছবি: DW

বাংলাদেশের নদীর উপর দিয়ে গেলে একটা সমস্যা চোখে পড়ে৷ চারিদিকে নদীর পাড় ভেঙে যাচ্ছে, যেমন ব্রহ্মপুত্র নদের ক্ষেত্রে দেখা যায়৷ বর্ষা এসে গেলে হাজার-হাজার মানুষকে ভিটেমাটি ছেড়ে চলে যেতে হয়৷

জার্মানির উন্নয়ন সাহায্য বিশেষজ্ঞরা তাই নিজেরাই পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন৷ ঢাকার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে বুড়িগঙ্গা নদী৷ গরমের সময় চারিদিক শুকনা থাকে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজকাল বর্ষার সময় বৃষ্টি ও ভাঙন বেড়েই চলেছে৷ বছরে প্রায় পাঁচ মাসই বৃষ্টি হয়৷

মানুষ এবার সেই সমস্যা মোকাবিলার চেষ্টা শুরু করেছে৷ জিআইজেড-এর ক্নুট ওবারহাগেমান বলেন, ‘‘বন্যার বিপদ সংক্রান্ত অসংখ্য বোর্ড বসানো হয়েছে৷ সত্তরের দশকে প্রথম এই আইডিয়া আসে, তবে এখন তার বাস্তবায়ন শুরু হয়েছে৷ বড় বড় নদীর তীর স্থিতিশীল করার প্রচেষ্টাও শুরু হয়েছে৷ জার্মানিতে সেই অষ্টাদশ শতাব্দীতেই রাইন নদীতে এ কাজ করা হয়েছিল৷ প্রযুক্তির সাহায্যে এখানে সবে এই প্রচেষ্টা শুরু হয়েছে৷''

আরও একটি সমস্যার মোকাবিলার কাজও চলছে৷ নদী ও বাতাসে মারাত্মক দূষণ দেখা যায়৷ বাংলাদেশে প্রায় সাড়ে ছয় হাজার ইটভাটা রয়েছে৷ পাথরের অভাবের কারণে কয়লা পুড়িয়ে ইটভাটায় নির্মাণের উপকরণ তৈরি করতে হয়৷ কেএফডাব্লিউ ব্যাংকের ভিক্টর ব্যোটশার বলেন, ‘‘ইটভাটা থেকে বিশাল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয়৷ অনেক প্রকল্পের মাধ্যমে সেখানে জ্বালানির চাহিদা কমপক্ষে অর্ধেক কমানোর চেষ্টা চলছে৷''

কিন্তু পরিস্থিতির আরও অবনতি হতে পারে৷ বাংলাদেশের নদ-নদীর পানির একটা বড় অংশ হিমালয় থেকে আসে৷ জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলতে থাকলে নদীর পানি আরও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ