1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ: বাংলাদেশে নাচ

আশীষ চক্রবর্ত্তী২৫ অক্টোবর ২০১২

ভাষার অধিকারের ৬০ আর স্বাধীনতার বয়স ৪১ বছর৷ অথচ বাংলাদেশের উদীয়মান নৃত্যতারকা নাজিবা বাসারকে এখনো বলতে হয় – দেশে নৃত্যশিল্পীদের জন্য এখনো পুরোপুরি পেশাদার হওয়ার মতো অনুকুল পরিবেশ নেই৷

নাজিবা নাচ শিখছেন সেই ছোট্টটি থেকে৷ নাচে ভালো করতে হলে শুরুটা খুব কম বয়সে হলেই ভালো৷
ছবি: DW

নাজিবা নাচ শিখছেন সেই ছোট্টটি থেকে৷ নাচে ভালো করতে হলে শুরুটা খুব কম বয়সে হলেই ভালো৷ নাজিবার মা মিলি বাসার নিজে সংগীত শিল্পী এবং এক সময় মঞ্চাভিনয়ও করতেন বলে সে কথাটা ভালোই জানতেন৷ মেয়ের আগ্রহের কথা জেনে তাই শিক্ষক ঠিক করে দিতে দেরি করেননি তিনি৷ বাসার পরিবার তখন সৌদি আরবে৷ নাচ শেখার জন্য খুব অনুকূল দেশ যে সেটা নয়, তা হয়ত সবাই মানবেন৷ তবে নাজিবার নাচ শেখার শুরু কিন্তু সেখানেই৷

BM/251012/Interview with Naziba Bashar - MP3-Mono

This browser does not support the audio element.

অবশ্য খুব ভালো করে শেখা শুরু দেশে ফিরে৷ শুক্লা সরকারের কাছে এখনো তিনি শিখছেন ভরতনাট্যম৷ নাচ নিয়ে অনেক স্বপ্ন নাজিবার৷ ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে জানালেন, স্বপ্ন পূরণের উপযুক্ত পরিবেশ পুরোপুরি এখনো না হলেও বাংলাদেশে পরিস্থিতি অনেক বদলেছে৷ কিছু পরিবার নাচের ব্যাপারে এখন বেশ উদার৷ দর্শক বাড়ছে৷ সামাজিক গ্রহণযোগ্যতা বেড়েছে কিছুটা৷ এসবই আশার কথা৷ নাজিবার জন্য এগিয়ে যাওয়ার প্রেরণা৷ আরেকটি বড় প্রেরণা বা ভরসার জায়গা তাঁর বাবা-মা৷ লেখাপড়ার পাশাপাশি নাচেও এগিয়ে যাওয়ায় মা-র পাশাপাশি নাট্যব্যক্তিত্ব বাবাও যে সব সময় প্রেরণা জুগিয়েছেন সাক্ষাৎকারে তা-ও জানিয়েছেন নাজিবা৷

তারপরও বড় একটা আক্ষেপ আছে মনে৷ বাংলাদেশে নাচকে এখনো একক পেশা হিসেবে নেয়ার সময় আসেনি৷ নাজিবা বাসার মনে করেন, পেশা হিসেবে নিতে পারলে তরুণরা আরো বেশি করে আসতো নাচে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ