1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সংস্কৃতি

আশীষ চক্রবর্ত্তী১৮ অক্টোবর ২০১২

বাংলাদেশে সংস্কৃতিচর্চার পরিবেশ সব সময় অনুকুল ছিল না৷ মেয়েরা বাইরে নাচবে – এটা তো একসময় ভাবাই যেত না৷ শুক্লা সরকার জানালেন প্রতিবন্ধকতা এখনো আছে, তবে এটাও ঠিক, দেশে নাচ অনেক এগিয়েছে৷

ছবি: Getty Images

ধ্রুপদী নাচে বাংলাদেশে পুরোধাদের একজন শুক্লা সরকার৷ ছিলেন খেলাধুলায় দক্ষ৷ বৃত্তি পেলেন নাচ শেখার৷ চলে গেলেন শান্তি নিকেতনে৷ কবিগুরুর হাতে গড়া বিদ্যাপীঠে ৩৬ বছর আগে গিয়ে সেই যে নাচের পাঠ নেয়া শুরু, এখনও ছাড়েননি৷ ডয়চে ভেলেকে দেয়া এ সাক্ষাৎকারেও বরাবরের মতোই শুক্লা সরকার বলেছেন, ‘‘নাচ আমার ধ্যান-জ্ঞান, নাচই আমার সব৷''

‘প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশে নাচ অনেক এগিয়েছে’ছবি: AP

তাঁর শুরুর সময়টায় বাংলাদেশে ধ্রুপদী নাচ ছিল অনেকটা উদ্দেশ্যহীন শিশুর মতো৷ সেই শিশু এখন বেশ বড়৷ তাই শুক্লা সরকার মনে করেন দেশে নাচ অনেক এগিয়েছে৷ অনেকে দীর্ঘকাল নাচ শিখেছেন, এখন তাঁরা ভালো শেখাচ্ছেন – এমন কয়েকজনের নামও বললেন তিনি৷ জানালেন, তরুণদের অনেকেই খুব ভালো নাচেন৷ কিন্তু তাঁদের নিয়ে আফসোসও আছে৷ ‘‘তরুণরা খুব তাড়াতাড়ি খ্যাতি চায়'' – এ কথা বলরর পর এর দায় কিছুটা অবশ্য নিজের কাঁধেও নিয়েছেন শুক্লা সরকার৷ ‘‘আমরা ভালো করে শেখাতে বা বোঝাতে পারিনা বলেই হয়ত এমন হচ্ছে'' – এই তাঁর যুক্তি৷

নাচ শেখানো অনেক বছর ধরেই শুক্লা সরকারের জীবন এবং জীবিকা৷ স্বামী মারা যাওয়ার পর নাচের স্কুল নিয়ে কঠিন একটা সময় পেরিয়ে আসতে হয়েছে তাঁকে৷ আজ নৃত্যশিল্পী হিসেবে নিজেকে সফল বলতে বিন্দুমাত্র দ্বিধা জাগেনা মনে৷ এখানে খুবই আত্মবিশ্বাসী শুক্লা সরকার৷ কিন্তু নাচে মেয়েদের সামনে যে এখনো সামাজিক প্রতিবন্ধকতা রয়ে গেছে – এ সত্যিকে মেনে নেয়ার সময় আত্মবিশ্বাসী কন্ঠেও যেন নেমে আসে রাজ্যের হতাশা৷ ‘‘অনেক মেয়ে বিয়ে হলেই নাচ ছেড়ে দেয়'', ‘‘নাচকে একক পেশা ভাবার সময় এখনো বাংলাদেশে আসেনি'' – একজন শুক্লা সরকারের জন্য এ বাস্তবতা মেনে নেয়া তো কঠিনই৷ অনেক বেশি প্রতিকুল পরিবেশেও নিজেকে যিনি সফল নৃত্যশিল্পী হিসেবে তিলে তিলে গড়ে তুলেছেন, তাঁর হতাশা লাঘব হতে পারে সম্ভবত একটা উপায়েই৷ তরুণরা তাঁর মতো যাঁরা নাচ-অন্তপ্রাণ, তাঁদের দৃষ্টান্ত সামনে রেখে এগোলে৷ নাচে বাংলাদেশের এগিয়ে চলা সার্থক তো তখনই হবে!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ