1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নিষিদ্ধ গুয়াংডোং, কিংডাও এবং সানলু

রিয়াজুল ইসলাম২২ সেপ্টেম্বর ২০০৮

চীন থেকে গুঁড়ো দুধ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার৷ সম্প্রতি এক পরীক্ষায় এসব গুঁড়ো দুধে ক্ষতিকর উপাদান মেলামাইন পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

সানলু গ্রুপের বিষাক্ত গুড়ো দুধ হাতে এক ভোক্তাছবি: AP

স্বাস্থ্য মন্ত্রণালয় চীনের তিনটি কোম্পানির গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বা শিশুদের খাবার তৈরি থেকে বিরত থাকতে সকলকে সতর্ক করে দিয়েছে৷ এসব কোম্পানি হচ্ছে গুয়াংডোং ইয়াশিলি গ্রুপ, কিংডাও সান কেয়ার কোম্পানি এবং সানলু গ্রুপ৷

বিষাক্ত গুড়ো দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে কয়েক হাজার শিশুছবি: AP

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব কোম্পানির কাছ থেকে যারা দুধ আমদানি করেছেন তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবেন৷

এদিকে অনুমোদন ছাড়া গুঁড়ো দুধ বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে বাংলাদেশের পুলিশ৷ দোকানগুলোতে অনুমোদনবিহীন গুঁড়ো দুধ পাওয়া গেলে সেগুলো জব্দ করা ছাড়াও দোকান মালিকদের বিরুদ্ধেও শাস্তিমুলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷ এছাড়া নিষিদ্ধ কোম্পানির তৈরি শিশুদের খাবারও সরিয়ে ফেলার নির্দেশ দিচ্ছে তারা৷

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআইয়ের প্রধান জানিয়েছেন, তারা এখন বিভিন্ন ব্রান্ডের গুঁড়ো দুধ পরীক্ষা করে দেখছেন৷ তিনি আরও জানিয়েছেন, মোট ১২টি বিদেশী কোম্পানির তৈরি গুঁড়ো দুধ তাঁরা ল্যাবরেটরীতে পরীক্ষা করে দেখছেন৷

এদিকে কেবল বাংলাদেশ নয় এশিয়ার অন্যান্য দেশেও চীনের বিভিন্ন কোম্পানির তৈরি গুঁড়ো দুধ ও মিষ্টান্নতে ক্ষতিকারক উপাদান পাওয়া গেছে৷ খোদ চীনেই এরকম ২২টি কোম্পানিকে চিহ্নিত করা হয়েছে৷ মালয়েশিয়া, তাইওয়ান ও ব্রুনেই ইতিমধ্যে চীন থেকে দুধ আমদানি বন্ধ করে দিয়েছে৷ এছাড়া আরও অনেক দেশ চীন থেকে আমদানি করা দুধ পরীক্ষা করে দেখছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ