পাখি ও অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে সরকার৷ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে৷
বিজ্ঞাপন
পাখি শিকার নিষিদ্ধ হলেও অনেকের বাড়িতেই এই অস্ত্র রয়েছে৷ সাধারণত পাখি শিকারেই এই অস্ত্র ব্যবহার হয়ে থাকে৷ শীতকালে অতিথি পাখি আসার মওসুমে পাখি শিকার বেড়ে যায়, তার আগেই এয়ারগানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো ৷
রাষ্ট্রপতির আদেশের কথা উল্লেখ করে মঙ্গলবার জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘দেশের জীববৈচিত্র্য, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত কবার লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৪৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷”
তবে কিছু ক্ষেত্রকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে ৷ যার মধ্যে রয়েছে শুটিং ক্লাব, বনাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী৷
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘তবে শর্ত থাকে যে, জাতীয় শুটিং ফেডারেশন কর্তৃক নিবন্ধিত শুটিং ক্লাব ও বনাঞ্চল এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী তাদের নিরাপত্তা, দৈনন্দিন প্রয়োজন ও সামাজিক প্রথার কারণে নিষেধাজ্ঞার আওতার বহির্ভূত থাকিবে৷”
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
বড় ও ছোট পশুপাখি ওজন মাপামাপি
ব্রিটেনের ডানস্টেবল শহরের জেডএসএল হুইপস্ন্যাড চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের কাছে থাকা ছোট, বড় সব প্রাণীর ওজন ও আকার মাপা শুরু করেছে৷ প্রাণীদের স্বাস্থ্য ও ভালোমন্দের খোঁজখবর রাখাই এর উদ্দেশ্য৷
ছবি: Matthew ChildsREUTERS
শুঁয়া পোকা
ব্রিটেনের ডানস্টেবল শহরের জেডএসএল হুইপস্ন্যাড চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের কাছে থাকা ছোট, বড় সব প্রাণীর ওজন ও আকার মাপা শুরু করেছেন৷ প্রাণীদের স্বাস্থ্য ও ভালোমন্দের খোঁজখবর রাখাই এর উদ্দেশ্য৷ ছবিতে একটি শুঁয়া পোকার আকার মাপতে দেখা যাচ্ছে৷
ছবি: Matthew Childs/REUTERS
তোতাপাখি
মধ্য ও দক্ষিণ অ্যামেরিকার তোতাপাখি ‘স্কারলেট ম্যাকো’কে ওজন মাপার যন্ত্রে দাঁড়াতে সহায়তা করছেন চিড়িয়াখানার কর্মী লিজ ব্রাউন৷
ছবি: Matthew Childs/REUTERS
লেমুর
বেচারা লেমুর! তাকে কেন দাঁড়াতে হচ্ছে সেটা বোঝার আগেই তার ওজন নিয়ে নিচ্ছেন চিড়িয়াখানার কর্মী জনাথন রিসব্রিজার৷
ছবি: Matthew Childs/REUTERS
প্রজাপতি
ছোট হলে কী হবে, প্রজাপতিটা সুস্থ আছে কিনা তা জানা দরকার চিড়িয়াখানার কর্মী থমাস মাউন্ডার্সের৷ তাইতো স্কেল নিয়ে সেই চেষ্টাই করছেন তিনি৷
ছবি: Matthew Childs/REUTERS
বল্গাহরিণ
জেডএসএল হুইপস্ন্যাড চিড়িয়াখানার সব প্রাণীরই ওজন আর আকার মাপা হচ্ছে৷ তাই বল্গাহরিণকেও স্কেলে উঠতে হয়েছে৷
ছবি: Matthew ChildsREUTERS
মিরকাট
আফ্রিকার দক্ষিণাঞ্চলে পাওয়া যাওয়া ছোট বেজিদের মিরকাট বলা হয়৷ মঙ্গলবার তারও ওজন করা হয়েছে৷
ছবি: Matthew ChildsREUTERS
প্যান্থার ক্যামেলিয়ান
ওজন ও আকার মাপার প্রস্তুতির সময় প্যান্থার ক্যামেলিয়ানের দিকে নজর রাখছেন চিড়িয়াখানার কর্মী থমাস মাউন্ডার্স৷